আজ অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে কাজ। চলবে আগামি ২৮ ডিসেম্বর পর্যন্ত । তাই আগামি ১৩ দিন বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। সেই কারণে ভোগান্তিতে পড়তে পারেন যাত্রীরা।
আরও পড়ুন:ব্যাটিং শুরু শীতের! সপ্তাহান্তেই জাঁকিয়ে ঠাণ্ডা
একনজরে দেখে নিন বাতিল ট্রেনগুলির তালিকা
১. হাওড়া থেকে- ৩৬৮২৭, ৩৬০৮৩, ৩৬০৮৫, ৩৬০১১, ৩৬০৭১
২. মশাগ্রাম থেকে- ৩৬০৮৪,৩৬০৮৬
৩. বর্ধমান থেকে-৩৬৮৪০
৪. গুড়াপ থেকে-৩৬০৭২
৫. বারুইপাড়া-৩৬০১২
ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও আবারও লাইনে কাজের জন্য রেলের তরফে এই তিনটি স্টেশনে কয়েকদিনের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকার পর স্বাভাবিকভাবে রেল চলাচল শুরু করলেও ফের আগামি ১৩ দিনের জন্য রেল পরিষেবা ব্যাহত থাকবে।
উল্লেখ্য, কামারকুন্ডু, বারুইপাড়া, চন্দনপুর, হাওড়া-বর্ধমান কর্ড লাইনের অন্যতম ব্যস্ত রেলস্টেশন। নিত্যদিন বহু অফিস যাত্রী, পড়ুয়া থেকে শুরু করে বহু মানুষের যাতায়াত এই স্টেশনগুলিতে। কিন্তু রেল পরিষেবা ব্যাহত হলে দুর্ভোগে পড়তে হবে নিত্যযাত্রীদের।
