Monday, August 25, 2025

সুবীরেশের হাজিরায় কেন ১০ দিন সময়, জেলা আদালতের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) জেল হেফাজতে আছেন স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya) ।এবার তাঁর জামিনের মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ।বৃহস্পতিবার আদালতে সুবীরেশ আবেদন করেন, সিবিআইয়ের এফআইআর-এ নাম নেই তাঁর। তদন্ত শেষ, তারপরও তাঁকে আটকে রাখা হয়েছে। তাই জামিন দেওয়া হোক তাঁকে।
এরই পাশাপাশি, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে হাজির করাতে কেন ১০ দিন সময় দেওয়া হল তা জানতে চাইল কলকাতা হাই কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের জামিনের আবেদন মামলার শুনানি ছিল। সেই শুনানিতে সুবীরেশের আইনজীবী বলেন, সিবিআই চার্জশিট জমা দিয়েছে। কিন্তু সেই চার্জশিটে তাঁর নাম নেই।
বিচারপতি জয়মাল্য বাগচী সুবীরেশের আইনজীবীর কাছে জানতে চান, উপাচার্য হলে কি অপরাধ করতে পারেন না? সুবীরেশের আইনজীবী আদালতে বলেন, ‘তাঁর মক্কেল ৮৮ দিন জেলে রয়েছেন। মামলার তদন্ত শেষ। সিবিআই একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন। আর কিছু নতুন করে তদন্তের প্রয়োজন নেই। এরপরই ডিভিশন বেঞ্চ সিবিআইকে প্রশ্ন করে, ‘তদন্ত কি শেষ?’ যদিও সিবিআইয়ের আইনজীবী জানান, ‘পুনরায় তদন্ত চলছে।’ আদালতে সিবিআই আরও জানায়, এই মামলার তদন্ত ইডিও করছে।
এই মামলার একটি রিপোর্ট দিতে চেয়ে ডিভিশন বেঞ্চের সময় চায় কেন্দ্রীয় এজেন্সি। এরপরই ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, তদন্তে অসহযোগিতা করার অভিযোগে সুবীরেশকে গ্রেফতার করেছে। ২১ ডিসেম্বরের মধ্যে সিবিআইকে এই মামলার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত।

Related articles

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...
Exit mobile version