Sunday, May 4, 2025

অরুণাচল সীমান্তে স্থিতাবস্থা বজায় রয়েছে, তাওয়াং কাণ্ডের পর বিবৃতি ইস্টার্ন জোনের সেনাপ্রধানের

Date:

তাওয়াংয়ে(Tawang) চিনা সেনার(Chinese army) অনুপ্রবেশের পর বিষয়টি নিয়ে প্রথম মুখ খুলল সেনাবাহিনী(Indian army)। তাওয়াংয়ে চিন সীমান্তে এখন সম্পূর্ণ স্থিতাবস্থা বজায় আছে বলে বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা জানিয়েছেন।

শুক্রবার কলকাতার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হন পূর্বাঞ্চলীয় সেনা প্রধান। সেখানে তাওয়াং-এর পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন।জবাবে সেনা প্রধান বলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে চিনের পিপলস লিবারেশন আর্মির জওয়ানরা ভারতীয় ক্ষেত্রে ঢুকে পড়লে ভারতীয় সেনা জওয়ানরা দৃঢ় ভাবে তাদের বাধা দেন। এর জেরে দুপক্ষের মধ্যে সাময়িক উত্তেজনা ও হিংসার সৃষ্টি হয়। দুপক্ষেরই কয়েকজন জওয়ান তাতে সামান্য আহত হয়েছেন। তবে প্রটোকল মেনে স্থানীয়ভাবে কম্যান্ডার স্তরে দ্বিপাক্ষিক আলোচনাতেই বিষয়টি মিটে যায়। পরে বুমলায় দুপক্ষের প্রতিনিধি দলের মধ্যে ফ্ল্যাগ মিটিং -এর পর পরিস্থিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি জানিয়েছেন। লেফট্যানেন্ট জেনারেল কলিতা বলেন, ‘কোনও রকম গুজবে কান দেবেন না।আমি আপনাদের আশ্বস্ত করছি দেশের উত্তর সীমান্ত সহ দেশের সম্পূর্ন সীমান্ত এলাকায় স্থিতাবস্থা বজায় রয়েছে। সমস্ত রকম পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সম্পূর্ণ রূপে প্রস্তুত রয়েছে।’

সেনা সূত্রে খবর, গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং-এ ভারতীয় সেনাবাহিনী এবং চিনা সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। যখন চিনা সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) অঞ্চলের ইয়াংসি এলাকার দিকে এগোচ্ছিল। এই সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই দেশের সেনাই আহত হয়। বলা হচ্ছে, সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর ৬ থেকে ৭ জন জওয়ান আহত হয়েছেন। তাদেরকে গুয়াহাটির হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন চিনের ৯ থেকে ১০ জন সেনা।সূত্রের খবর, চিনের পক্ষ থেকে ৩০০-র বেশি সেনা ভারতীয় সীমান্তের তাওয়াং-এর দিকে চলে গিয়েছিল। কিন্তু চিনা সেনাদের ভারতের শক্তি সম্পর্কে কোনও ধারণা ছিল না। চিন ভারতের কাছ থেকে কড়া জবাব পেয়েছে।

Related articles

রোমারিও শেফার্ডের ঝোরো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...
Exit mobile version