Wednesday, August 27, 2025

প্রয়োজনে শিক্ষামন্ত্রীকে ডাকা হবে আদালতে: দুর্নীতি মামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কড়া মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Ganguly)। স্পষ্ট ভাষায় তিনি জানালেন অবিলম্বে সমস্ত ভুয়ো নিয়োগ বাতিল করুক পর্ষদ। তা না হলে দরকারে রাজ্যের শিক্ষামন্ত্রীকে(Education Minister) এজলাসে হাজির করানো হবে হলে হুঁশিয়ারি দেন তিনি।

নবম-দশম শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার শুনানিতে শুক্রবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “কার সুপারিশে চাকরি পেলেন? কে কে সুপারিশ করেছিলেন? জুনিয়র নাকি সিনিয়র পি সি সরকারের হাতের জাদুতে নম্বর বাড়ল?” পাশাপাশি এদিন কমিশন নিয়োগ বাতিল করার আর্জি জানালে বিচারপতি তাদের বলেন, “আপনারা যদি নিয়োগ বাতিল করতে চান, করুন। কোথায় বাধা? কমিশনের নিয়োগ বাতিল করার এক্তিয়ার রয়েছে। যদি পর্ষদ কিছু করতে না পারে তাহলে শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠাতে হবে।”

প্রসঙ্গত, বিচারপতির কড়া নির্দেশের পরই, তড়িঘড়ি দু দফায় বেআইনিভাবে সুপারিশ করা নামের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। দেখা গিয়েছিল সেই তালিকায় নাম থাকা মোট ১৮৪ জনের মধ্যে ৮১ জন বর্তমানে চাকরি করেন বলে। এর পরই সেই ৮১ জনের মধ্যে ৯ জন ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে। এই ন’জনের ওএমআর শিট খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে আদালত। এদিন হাইকোর্ট নির্দেশ দেয়, ওই ন’জনকে নিয়ে বৈঠক করতে হবে। উপস্থিত থাকবেন ৯ জনের আইনজীবী, কমিশনের চেয়ারম্যান ও কমিশনের আইনজীবী। সাথেই আগামী সপ্তাহে বুধবারের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালত তরফে। মামলার পরবর্তী পরবর্তী শুনানি ২২ ডিসেম্বর।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version