Friday, November 14, 2025

প্রয়োজনে শিক্ষামন্ত্রীকে ডাকা হবে আদালতে: দুর্নীতি মামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কড়া মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Ganguly)। স্পষ্ট ভাষায় তিনি জানালেন অবিলম্বে সমস্ত ভুয়ো নিয়োগ বাতিল করুক পর্ষদ। তা না হলে দরকারে রাজ্যের শিক্ষামন্ত্রীকে(Education Minister) এজলাসে হাজির করানো হবে হলে হুঁশিয়ারি দেন তিনি।

নবম-দশম শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার শুনানিতে শুক্রবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “কার সুপারিশে চাকরি পেলেন? কে কে সুপারিশ করেছিলেন? জুনিয়র নাকি সিনিয়র পি সি সরকারের হাতের জাদুতে নম্বর বাড়ল?” পাশাপাশি এদিন কমিশন নিয়োগ বাতিল করার আর্জি জানালে বিচারপতি তাদের বলেন, “আপনারা যদি নিয়োগ বাতিল করতে চান, করুন। কোথায় বাধা? কমিশনের নিয়োগ বাতিল করার এক্তিয়ার রয়েছে। যদি পর্ষদ কিছু করতে না পারে তাহলে শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠাতে হবে।”

প্রসঙ্গত, বিচারপতির কড়া নির্দেশের পরই, তড়িঘড়ি দু দফায় বেআইনিভাবে সুপারিশ করা নামের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। দেখা গিয়েছিল সেই তালিকায় নাম থাকা মোট ১৮৪ জনের মধ্যে ৮১ জন বর্তমানে চাকরি করেন বলে। এর পরই সেই ৮১ জনের মধ্যে ৯ জন ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে। এই ন’জনের ওএমআর শিট খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে আদালত। এদিন হাইকোর্ট নির্দেশ দেয়, ওই ন’জনকে নিয়ে বৈঠক করতে হবে। উপস্থিত থাকবেন ৯ জনের আইনজীবী, কমিশনের চেয়ারম্যান ও কমিশনের আইনজীবী। সাথেই আগামী সপ্তাহে বুধবারের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালত তরফে। মামলার পরবর্তী পরবর্তী শুনানি ২২ ডিসেম্বর।

Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...
Exit mobile version