Saturday, January 10, 2026

কঠিন পরিস্থিতির মুখে পড়বে ভারত! দেশের অর্থনীতি নিয়ে রাহুলের সঙ্গে আলাপচারিতায় রাজন

Date:

Share post:

আগামী বছর ভারতের কাছে অত্যন্ত কঠিন হতে চলেছে। আগামী বছর ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার যদি ৫ শতাংশও হয়, তাহলে আমরা নিজেদের ভাগ্যবান মনে করব। এমনই মন্তব্য করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন (Raghuram Rajan)। গত বুধবারই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) পা মিলিয়েছিলেন বর্তমানে হার্ভার্ডের অর্থনীতির অধ্যাপক। আর এবার আর্থিক নীতি নিয়ে কেন্দ্রকে বিঁধলেন রাজন। তবে এই প্রথম নয়, বরাবরই কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে মোদি সরকারের (Narendra Modi Government) বিড়ম্বনা বাড়িয়েছেন তিনি।

সম্প্রতি রাহুল গান্ধী নিজের ইউটিউব চ্যানেলে (You Tube Channel) রঘুরাম রাজনের সঙ্গে ভারতীয় অর্থনীতি নিয়ে আলাপচারিতার (Conversation) একটি ভিডিও আপলোড করেন। সেখানে ভারতীয় অর্থনীতি নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন আরবিআই-এর প্রাক্তন গভর্নর। তাঁর মতে, আগামী বছর ভারতের জন্য কঠিন হতে চলেছে। পাশাপাশি, আমেরিকা এবং অন্যান্য দেশের অর্থনীতির সঙ্গে ভারতের তুলনা করেন রাজন। তিনি বলেন, দেশে কোভিড (Covid 19) সমস্যা ছিল বটে। তবে ভারতের অর্থনীতি কোভিডের আগে থেকেই মন্থর ছিল। আমরা প্রকৃতপক্ষে এমন সংস্কার করিনি যা অর্থনীতির বৃদ্ধিতে সাহায্য করবে।

তবে এখানেই শেষ নয়, রাহুলকে দেওয়া এক সাক্ষাৎকারে রঘুরাম রাজন বলেন, বেশিরভাগ গুরুত্বপূর্ণ দর বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কমেছে রপ্তানির পরিমাণও। পাশাপাশি আগামী বছর ৫ শতাংশ হারে অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে বেশ চাপে পড়তে হবে ভারতকে। আর যদি সেটা হয়, তাহলেও আমাদের নিজেদের ভাগ্যবান মনে করা উচিত। রাজন জানান, জিডিপি (GDP) বৃদ্ধির হারে সমস্যা হল, আপনি কীসের ভিত্তিতে সেটা মাপছেন, তার উপর নির্ভর করে এটা কতটা ভাল কতটা খারাপ।

 

 

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...