Monday, November 10, 2025

হাইকোর্টে স্বস্তি ভাটপাড়া পুরসভার উপ-পুরপ্রধানের, মামলাকারীকে ১৫ হাজার টাকা জরিমানা

Date:

অভিযোগ করা হয়েছিল অষ্টম শ্রেণি পাস করে প্রাথমিক শিক্ষক(Praimary Teacher) পদে চাকরি করছেন ভাটপাড়া(Bhatpara) পুরসভার উপ পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ(Devjyati Ghosh)। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয় রাজ্যে। এই ঘটনায় মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে(HighCourt)। তবে সেই মামলায় স্বস্তি পেলেন দেবজ্যোতি। মামলা খারিজ করার পাশাপাশি মিথ্যা মামলা করার অভিযোগে মামলাকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করল আদালত।

ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের বিরুদ্ধে সম্প্রতি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন কোয়েনা দে নামে এক মহিলা। অভিযোগ করেছিলেন মাত্র অষ্টম শ্রেণি পাশ করে স্কুলে সিক্ষকতা করছেন ওই রাজনৈতিক নেতা। অভিযোগের ভিত্তিতে ১৬ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার সশরীরে কলকাতা হাই কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইমতো এদিন আদালতে উপস্থিত হন দেবজ্যোতি। এবং আদালতকে দেখান নিজের মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, চাকরির নিয়োগপত্র, ডিএলএইড এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথিপত্র।

আদালতে দাঁড়িয়ে দেবজ্যোতি দাবি বলেন, “আমার কোনও পাসপোর্ট নেই।” এই মামলার প্রেক্ষিতে দেবজ্যোতি ঘোষের আইনজীবী শান্তনু মিত্র জানান, “যিনি মামলাকারী তাঁকে চিনি না। এর পিছনে কে আছেন দেখা হোক। মামলাকারী যে অভিযোগ করছেন তার কি অধিকার আছে? ক্ষতিপূরণ নেওয়া হোক।” সমস্ত নথি খতিয়ে দেখার পর মামলাকারীর উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আপনি যে বলছেন তিনি মাধ্যমিক পরীক্ষা পাশ করেননি, এটা ভুল। মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, নিয়োগপত্র, ডিএলএইড ও উচ্চ মাধ্যমিক পাশ সংক্রান্ত যাবতীয় নথি আদালতে জমা দিয়েছেন দেবজ্যোতি।” এরপর এই মামলা খারিজ করার পাশাপাশি মিথ্যা মামলা করার জন্য মামলাকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন বিচারপতি।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version