Saturday, August 23, 2025

হাইকোর্টে স্বস্তি ভাটপাড়া পুরসভার উপ-পুরপ্রধানের, মামলাকারীকে ১৫ হাজার টাকা জরিমানা

Date:

অভিযোগ করা হয়েছিল অষ্টম শ্রেণি পাস করে প্রাথমিক শিক্ষক(Praimary Teacher) পদে চাকরি করছেন ভাটপাড়া(Bhatpara) পুরসভার উপ পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ(Devjyati Ghosh)। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয় রাজ্যে। এই ঘটনায় মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে(HighCourt)। তবে সেই মামলায় স্বস্তি পেলেন দেবজ্যোতি। মামলা খারিজ করার পাশাপাশি মিথ্যা মামলা করার অভিযোগে মামলাকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করল আদালত।

ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের বিরুদ্ধে সম্প্রতি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন কোয়েনা দে নামে এক মহিলা। অভিযোগ করেছিলেন মাত্র অষ্টম শ্রেণি পাশ করে স্কুলে সিক্ষকতা করছেন ওই রাজনৈতিক নেতা। অভিযোগের ভিত্তিতে ১৬ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার সশরীরে কলকাতা হাই কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইমতো এদিন আদালতে উপস্থিত হন দেবজ্যোতি। এবং আদালতকে দেখান নিজের মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, চাকরির নিয়োগপত্র, ডিএলএইড এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথিপত্র।

আদালতে দাঁড়িয়ে দেবজ্যোতি দাবি বলেন, “আমার কোনও পাসপোর্ট নেই।” এই মামলার প্রেক্ষিতে দেবজ্যোতি ঘোষের আইনজীবী শান্তনু মিত্র জানান, “যিনি মামলাকারী তাঁকে চিনি না। এর পিছনে কে আছেন দেখা হোক। মামলাকারী যে অভিযোগ করছেন তার কি অধিকার আছে? ক্ষতিপূরণ নেওয়া হোক।” সমস্ত নথি খতিয়ে দেখার পর মামলাকারীর উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আপনি যে বলছেন তিনি মাধ্যমিক পরীক্ষা পাশ করেননি, এটা ভুল। মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, নিয়োগপত্র, ডিএলএইড ও উচ্চ মাধ্যমিক পাশ সংক্রান্ত যাবতীয় নথি আদালতে জমা দিয়েছেন দেবজ্যোতি।” এরপর এই মামলা খারিজ করার পাশাপাশি মিথ্যা মামলা করার জন্য মামলাকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন বিচারপতি।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version