বড়দিনের আগেই সাঁতরাগাছি ব্রিজ মেরামতির কাজ শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

বড়দিনের আগেই ব্রিজ মেরামতির কাজ সম্পন্ন করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বড়দিনের আগেই চালু করতে হবে সাঁতরাগাছি ব্রিজ। মানুষের অসুবিধা দূর করতেই কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। আর নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে সাঁতরাগাছি ব্রিজ মেরামতির কাজ।বড়দিনের আগেই ব্রিজ মেরামতির কাজ সম্পন্ন করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বেশ কিছুদিন আগে থেকে বন্ধ রয়েছে সাঁতরাগাছি ব্রিজে পণ্যবাহী গাড়ি চলাচল। বেশ কিছু সমস্যাও ইতিমধ্যে শুরু হয়েছে। এবার সেই কাজ আরও দ্রুততার সঙ্গে করার নির্দেশ দিলেন মমতা। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বেশ কিছু মেরামতির কাজে সচেষ্ট হয়েছে রাজ্য। শুধু তাই নয়, শীতের সময় বড়দিন সহ একাধিক উৎসবের মেজাজে মেতে থাকে রাজ্য। সেক্ষেত্রে কোনও সমস্যা যাতে না হয়, সেটাই নিশ্চিত করতে চান মুখ্যমন্ত্রী। রাজ্যের পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায় জানান, মুখ্যমন্ত্রী চাইছেন বড়দিনের আগেই ব্রিজ মেরামতির কাজ শেষ করতে। নির্দেশ পালনের চেষ্টা করা হবে।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর শনিবার সকাল থেকেই সাঁতরাগাছি ব্রিজে মেরামতির কাজ শুরু হয়। হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, ডিসিপি ট্র্যাফিক অর্ণব বিশ্বাস এবং সিটি পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা সাঁতরাগাছি ব্রিজ ঘুরে পরিদর্শন করেন৷ যানজট এড়াতে গাড়ি যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়৷প্রতিদিন এই ব্রিজ দিয়ে প্রায় ৭০ হাজার গাড়ি চলাচল করে। দিনে প্রায় ১২ হাজার পণ্যবাহী গাড়ি এই সাঁতরাগাছি ব্রিজ ব্যবহার করে।