Monday, November 10, 2025

আসানসোল কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ঘনিষ্ঠ ৫

Date:

আসানসোলে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় দোষী ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছে পুলিশ (Police)। গতকাল, বৃহস্পতিবার রাত থেকে আজ, শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এই ঘটনায় গাফিলতির অভিযোগ রয়েছে। এরা প্রত্যেকেই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

দুর্ঘটনায় মৃ*ত তিনজনের পরিবারের সদস্যদের লিখিত অভিযোগের ভিত্তিতেই এদের গ্রেফতার করেছে পুলিশ।মৃতদের পরিজনদের অভিযোগের ভিত্তিতে পুলিশ জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) ও তার স্ত্রী চৈতালী তিওয়ারি সহ একাধিক উদ্যোক্তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খু*নের মামলাও রুজু করেছে। ধৃতদের প্রত্যেককে আজ আসানসোল আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, আসানসোলের রামকৃষ্ণ ডাঙায় ১৪ ডিসেম্বর, বুধবার, কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারির নামে দায়ের হয় মামলা। মামলা দায়ের করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। পদপিষ্ট হওয়ার ঘটনায় জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি সহ আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ করেন পদপিষ্ট হয়ে মৃত আসানসোল কাল্লার বাসিন্দা ঝালি বাউড়ির ছেলে সুখেন বাউড়ি। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। অনিচ্ছাকৃত খুন ও খুনের চেষ্টার ধারায় মামলা। মামলায় আরও কয়েকজন বিজেপি নেতারও নাম রয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে নাম নেই শুভেন্দু অধিকারীর।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version