Wednesday, August 27, 2025

১১ ধর্ষকের মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা নিয়ে বিলকিসের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

Date:

Share post:

বিলকিস বানোর (Bilkis Bano) ধর্ষকদের মুক্তি মামলার আবেদন শনিবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত গুজরাট সরকার সরকারের আওতাধীন। মে মাসে এই রায় দেয় দেশের শীর্ষ আদালত। সেই রায়ের পুনর্বিবেচনার আর্জি জানান বিলকিস। শনিবার সেই আবেদনই খারিজ করলেন বিচারপতিরা।

মে মাসে বিলকিস মামলার এক সাজাপ্রাপ্তের আবেদনের ভিত্তি রায় দেন সুপ্রিম কোর্টের বিচারপতি অজয় রস্তোগি (Justices Ajay Rastogi) এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ (Vikram Nath)। ১৫ অগাস্ট গোধরার সাব জেল থেকে মুক্তি পান দোষী সাব্যস্ত ১১ জন। দেশজুড়ে শুরু হয় বিতর্ক।
প্রসঙ্গত, ২০০২ সালে গুজরাটে দাহোড়ে গণধর্ষণ করা হয় অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে (Bilkis Bano)। খুন করা হয় তাঁর শিশুকন্যা সহ পরিবারের আরও ১৪ জনকে। এই মামলায় মোট ১২ জন গ্রেফতার হন। বিচারপর্ব চলাকালীন একজনের মৃত্যু হয়। মুম্বইয়ের আদালতে ১১ অভিযুক্ত দোষী সাব্যস্ত হন এবং তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় আদালত। দীর্ঘ দিন কারাবাসের পর মুক্তির আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন এক দোষী। গুজরাট হাইকোর্ট জানায়, মামলার শুনানি মহারাষ্ট্রে হয়েছিল, তাই এ সিদ্ধান্ত সেই রাজ্যে আবেদন করতে হবে। এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে । সেই মামলাতেই গত ১৩ মে বিচারপতি অজয় রস্তোগি (Justices Ajay Rastogi) এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ (Vikram Nath) দোষীদের মুক্তি দেওয়ার বিষয়টি গুজরাট সরকারের এক্তিয়ারে পড়ে। এরপরেই ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন ছাড়া পান বিলকিস মামলার দোষীরা। তাঁদের রীতিমতো ফুলমালা দিয়ে বরণও করা হয়। এই নিয়ে বিতর্কে উত্তাল হয় দেশ।

শীর্ষ আদালতের সিদ্ধান্তের পুনর্বিবেচনার আর্জিতে তাঁর আইনজীবী শোভা গুপ্ত বলেন, CRPC-র ৪৭২ (৭) (B) ধারায় স্পষ্ট বলা আছে বিচার যে রাজ্যে হবে সেখানের সরকারই অপরাধীর মুক্তির সিদ্ধান্ত নিতে পারে। আগের মামলায় বিলকিসকে পক্ষ করা হয়নি বলেও জানান তিনি। তবে সেই যুক্তি খারিজ করে পুরনো সিদ্ধান্তেই রইল শীর্ষ আদালত।

spot_img

Related articles

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...