Monday, May 12, 2025

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (28th Kolkata International Film Festival) শনিবারের নন্দন চত্বর জমজমাট ‘সিনে আড্ডা’র(Cine Adda) প্ল্যাটফর্মে। চলচ্চিত্রপ্রেমী মানুষের কাছে অন্যতম আকর্ষণ এই বিশেষ প্ল্যাটফর্ম। à§§à§­ ডিসেম্বর বিকেল থেকেই কানায় কানায় পূর্ণ একতারা মঞ্চ (Ektara Mancha)সংলগ্ন চত্বর।কারণ ততক্ষণে সবার কাছে শনিবারের সিনে আড্ডার তারকাদের তালিকা পৌঁছে গেছে। ঘড়ির কাঁটায় প্রায় সাড়ে ৬টা নাগাদ মঞ্চে উপস্থিত হলেন স্বরূপ বিশ্বাস(Swarup Biswas)। মাইক্রোফোন হাতে নিয়েই তিনি বলেন আজকের আড্ডার বিষয় ‘তারকা না চরিত্র’। অর্থাৎ স্টার (Star)আর স্টারডমের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ তাই নিয়েই আজকের সিনে আড্ডা। আলোচনাচক্রে হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury), বনি সেনগুপ্ত (Boni Sengupta), কৌশানি, ইশা সাহা (Isha Saha), ‘ হাওয়া’ খ্যাত অভিনেত্রী নাজিফা তুসি এবং চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন রাজ চক্রবর্তী(Raj Chakraborty)। সঞ্চালনার দায়িত্বে টলিউডের ‘মন্টু পাইলট’ সৌরভ দাস(Sourav Das)।

শনিবারের সিনে সন্ধ্যায় প্রাণবন্ত এক আলোচনা চক্রের সাক্ষী থাকল কলকাতা। লার্জার দ্যান লাইফ হয়ে ওঠা চরিত্ররা কোথাও কি তারকা সত্তাকে ছাপিয়ে যাচ্ছে? ঠিক এই জায়গাতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর সিনেমার ডায়ালগ বলে ভাত আর বিরিয়ানির পার্থক্য মনে করান। চরিত্রটাই আসল কাজের মাধ্যমে যে কিনা স্টার হয়ে উঠতে পারে বলেই মত সকলের। আলোচনায় আড্ডা গল্পের মাঝেও খুনসুটিতে মেতে ওঠেন সৌরভ – রাজ দুজনেই। তবে অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে বারবার ধরা পড়ল একটাই নাম অনির্বাণ ভট্টাচার্য । তিনি এলেন দেখলেন আর জয় করলেন। অনির্বাণ বললেন, তিনি ‘স্টার’ শব্দটা ভালোবাসেন কিন্তু তিনি স্টার হতে চান না। উপস্থিত প্রত্যেকে অভিনেতাদের একটাই মত কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়া । তাই চরিত্র আর তারকা দুজনেই যেন একে অন্যের পরিপূরক। এই আড্ডায় চলা তর্ক বিতর্ক সিনে বোদ্ধা থেকে সাধারণ মানুষের মধ্যে দারুণ কিছু ভাবনার জন্ম দিয়ে গেল। চঞ্চল চৌধুরী বলেন, দর্শকের রুচি বদলাচ্ছে তাই সেটাই সিনেমাকে প্রভাবিত করছে।এখন কনটেন্ট আসল হিরো। বনি এবং কৌশানি দুজনেই বলেন দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়াটাই আসল লক্ষ্য। অনির্বাণের কথায় উঠে আসে অত্যন্ত গভীর এক ভাবনা। তিনি বলেন, যেটা সাধারণ মানুষ পারেন না সেটাই চরিত্ররা স্টার হয়ে করে ফেলেন আর এটাই সবাই দেখতে চান। পাশাপাশি তিনি তাঁর মেসি প্রেমের কথা উল্লেখ করে বলেন, রবিবার তিনি লিওনেল মেসিকে স্টার হিসেবেই কাপ হাতে তুলে নিতে দেখতে চান।

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়ের জন‍্য দরকার ৪ উইকেট

Related articles

অলচিকি লিপির উদ্ভাবকের প্রতি শ্রদ্ধা, অবদানের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

পণ্ডিত রঘুনাথ মুর্মু একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত 'অলচিকি' লিপির (Alchiki script) উদ্ভাবক। তাঁর জন্মদিবসে...

রাজ্যে রক্ষিত বৌদ্ধ ঐতিহ্য, বুদ্ধপূর্ণিমায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সর্বধর্মকে সমানভাবে স্বীকৃতি দিয়ে সম্প্রীতির পরিবেশ রক্ষা করাই বাংলার ঐতিহ্য। যুগে যুগে যেভাবে বাংলার সম্প্রীতির পরিবেশকে আপন করে...

দ্বন্দ্বের আবহে প্রথম শান্তিপূর্ণ রাত কাশ্মীরে, দুপুরে বৈঠকে ভারত-পাক সেনা প্রধানরা

সংঘর্ষ বিরোধী চুক্তির অবমাননা করে শনিবার রাতেও ভারতের সীমান্তবর্তী এলাকায় পাকা হামলা অব্যাহত ছিল। যদিও রবিবার সারাদিন সেভাবে...

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...
Exit mobile version