Saturday, November 8, 2025

KIFF 2022 : সিনে আড্ডায় “ভাত আর বিরিয়ানির তফাৎ” বোঝালেন প্রসেনজিৎ

Date:

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (28th Kolkata International Film Festival) শনিবারের নন্দন চত্বর জমজমাট ‘সিনে আড্ডা’র(Cine Adda) প্ল্যাটফর্মে। চলচ্চিত্রপ্রেমী মানুষের কাছে অন্যতম আকর্ষণ এই বিশেষ প্ল্যাটফর্ম। ১৭ ডিসেম্বর বিকেল থেকেই কানায় কানায় পূর্ণ একতারা মঞ্চ (Ektara Mancha)সংলগ্ন চত্বর।কারণ ততক্ষণে সবার কাছে শনিবারের সিনে আড্ডার তারকাদের তালিকা পৌঁছে গেছে। ঘড়ির কাঁটায় প্রায় সাড়ে ৬টা নাগাদ মঞ্চে উপস্থিত হলেন স্বরূপ বিশ্বাস(Swarup Biswas)। মাইক্রোফোন হাতে নিয়েই তিনি বলেন আজকের আড্ডার বিষয় ‘তারকা না চরিত্র’। অর্থাৎ স্টার (Star)আর স্টারডমের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ তাই নিয়েই আজকের সিনে আড্ডা। আলোচনাচক্রে হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury), বনি সেনগুপ্ত (Boni Sengupta), কৌশানি, ইশা সাহা (Isha Saha), ‘ হাওয়া’ খ্যাত অভিনেত্রী নাজিফা তুসি এবং চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন রাজ চক্রবর্তী(Raj Chakraborty)। সঞ্চালনার দায়িত্বে টলিউডের ‘মন্টু পাইলট’ সৌরভ দাস(Sourav Das)।

শনিবারের সিনে সন্ধ্যায় প্রাণবন্ত এক আলোচনা চক্রের সাক্ষী থাকল কলকাতা। লার্জার দ্যান লাইফ হয়ে ওঠা চরিত্ররা কোথাও কি তারকা সত্তাকে ছাপিয়ে যাচ্ছে? ঠিক এই জায়গাতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর সিনেমার ডায়ালগ বলে ভাত আর বিরিয়ানির পার্থক্য মনে করান। চরিত্রটাই আসল কাজের মাধ্যমে যে কিনা স্টার হয়ে উঠতে পারে বলেই মত সকলের। আলোচনায় আড্ডা গল্পের মাঝেও খুনসুটিতে মেতে ওঠেন সৌরভ – রাজ দুজনেই। তবে অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে বারবার ধরা পড়ল একটাই নাম অনির্বাণ ভট্টাচার্য । তিনি এলেন দেখলেন আর জয় করলেন। অনির্বাণ বললেন, তিনি ‘স্টার’ শব্দটা ভালোবাসেন কিন্তু তিনি স্টার হতে চান না। উপস্থিত প্রত্যেকে অভিনেতাদের একটাই মত কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়া । তাই চরিত্র আর তারকা দুজনেই যেন একে অন্যের পরিপূরক। এই আড্ডায় চলা তর্ক বিতর্ক সিনে বোদ্ধা থেকে সাধারণ মানুষের মধ্যে দারুণ কিছু ভাবনার জন্ম দিয়ে গেল। চঞ্চল চৌধুরী বলেন, দর্শকের রুচি বদলাচ্ছে তাই সেটাই সিনেমাকে প্রভাবিত করছে।এখন কনটেন্ট আসল হিরো। বনি এবং কৌশানি দুজনেই বলেন দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়াটাই আসল লক্ষ্য। অনির্বাণের কথায় উঠে আসে অত্যন্ত গভীর এক ভাবনা। তিনি বলেন, যেটা সাধারণ মানুষ পারেন না সেটাই চরিত্ররা স্টার হয়ে করে ফেলেন আর এটাই সবাই দেখতে চান। পাশাপাশি তিনি তাঁর মেসি প্রেমের কথা উল্লেখ করে বলেন, রবিবার তিনি লিওনেল মেসিকে স্টার হিসেবেই কাপ হাতে তুলে নিতে দেখতে চান।

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়ের জন‍্য দরকার ৪ উইকেট

Related articles

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...
Exit mobile version