Thursday, May 15, 2025

১০০ দিনের কাজে রাজ্যের বরাদ্দ বিগত প্রায় এক বছর যাবত আটকে রেখেছে কেন্দ্র(Central)। বারবার চিঠি পাঠিয়ে আবেদন নিবেদন এমনকি সশরীরে দিল্লিতে(Delhi) দরবার করেও কিছুই মেলেনি। শনিবার পূর্বাঞ্চলীয় পর্ষদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shaha) কাছে এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee)। পাশাপাশি তিনি অভিযোগ করেন ২০২০ সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে অন্য রাজ্যগুলির তুলনায় কম ক্ষতিপূরণ পেয়েছে পশ্চিমবঙ্গ। প্রশাসনিক সূত্রে খবর, এই বিষয়টি নিয়েও এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, ১০০ দিনের কাজের টাকা আমরা কিছুই পাচ্ছি না। শুধু ১০০ দিনের টাকা নয়, আরো বেশ কিছু প্রকল্পের জন্য কেন্দ্রের বরাদ্দ নিয়েও আমাদের বাংলা বঞ্চনার শিকার হচ্ছে। জবাবে অমিত শাহ বলেন, আপনাদের নিয়ম কানুন নিয়ে কিছু সমস্যা ছিল। তখন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান যেসব বিষয় নিয়ে সমস্যা ছিল তা মিটে গিয়েছে। যেসব ভুল ত্রুটি ছিল তা শুধরে নেওয়া হয়েছে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ১০০ দিনের একশ দিনের কাজে বকেয়া টাকা নিয়ে এ পর্যন্ত যে যে চিঠিপত্র দেওয়া হয়েছে তার প্রতিলিপি তুলে দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আমফানের ক্ষতিপূরণ নিয়ে তিনি বৈঠকে সরব হন। মুখ্যমন্ত্রী বলেন, আমফানের সময় কেন্দ্র রাজ্যকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেয়নি। অন্যান্য রাজ্য বিপর্যয় মোকাবিলা জন্য অনেক বেশি টাকা পায়, কিন্তু বারবার বঞ্চিত হতে হয় বাংলাকে! তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা বলেন, আপনাদের হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী পাল্টা বলেন, সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার পরেই তা সম্ভব হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আর্জি জানান এই বৈঠকে বিপর্যয় মোকাবিলার জন্য একটা কমিটি করে দেওয়া হোক। সূত্রের খবর এ ব্যপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্মতি দেন এবং বলেন দ্রুতই কমিটি করে দেওয়া হবে।

 

Related articles

মুখ্যমন্ত্রী হতে চেয়ে উন্নয়নে বাধা শুভেন্দুর, বাংলার ক্ষতি বিজেপির: তৃণমূল যোগ দিয়ে বিস্ফোরক বার্লা

লক্ষ্মীবারের দুপুরে পদ্ম শিবিরে যোগ ধাক্কা। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John...

দল নির্বাচনের আগে সিদ্ধি বিনায়কের মন্দিরে গৌতম গম্ভীর

ভারতীয় দল নির্বাচনের আগে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে(Siddhi Vinayak Temple) সস্ত্রীক গৌতম গম্ভীর(Gautam Gambhir)। আগামী মাসেই ইংল্যান্ডের(England) বিরুদ্ধে...

বিধানসভায় তাপস সাহাকে শেষ শ্রদ্ধা বিমান-অভিষেক-ফিরহাদদের

প্রয়াত তৃণমূল(TMC) বিধায়ক(MLA) তাপস সাহা(Tapash Saha)। বৃহস্পতিবার, বিধানসভায় প্রয়াত বিধায়ককে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee), তৃণমূলের সর্বভারতীয়...

৬৭২ বাতিতে সেজে উঠবে দিঘার জগন্নাথ মন্দির, কাজ শুরু করল হিডকো

উদ্বোধনের মুহূর্ত থেকেই মন্দিরে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। প্রতিনিয়ত সেজে উঠছে মুখ্যমন্ত্রীর(Chief Minister) নেতৃত্বে তৈরী দিঘার জগন্নাথ মন্দির(Digha...
Exit mobile version