Monday, January 12, 2026

বকেয়া ১০০ দিনের কাজ, আমফানের ক্ষতিপূরণ: শাহের সামনে সরব মমতা

Date:

Share post:

১০০ দিনের কাজে রাজ্যের বরাদ্দ বিগত প্রায় এক বছর যাবত আটকে রেখেছে কেন্দ্র(Central)। বারবার চিঠি পাঠিয়ে আবেদন নিবেদন এমনকি সশরীরে দিল্লিতে(Delhi) দরবার করেও কিছুই মেলেনি। শনিবার পূর্বাঞ্চলীয় পর্ষদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shaha) কাছে এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee)। পাশাপাশি তিনি অভিযোগ করেন ২০২০ সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে অন্য রাজ্যগুলির তুলনায় কম ক্ষতিপূরণ পেয়েছে পশ্চিমবঙ্গ। প্রশাসনিক সূত্রে খবর, এই বিষয়টি নিয়েও এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, ১০০ দিনের কাজের টাকা আমরা কিছুই পাচ্ছি না। শুধু ১০০ দিনের টাকা নয়, আরো বেশ কিছু প্রকল্পের জন্য কেন্দ্রের বরাদ্দ নিয়েও আমাদের বাংলা বঞ্চনার শিকার হচ্ছে। জবাবে অমিত শাহ বলেন, আপনাদের নিয়ম কানুন নিয়ে কিছু সমস্যা ছিল। তখন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান যেসব বিষয় নিয়ে সমস্যা ছিল তা মিটে গিয়েছে। যেসব ভুল ত্রুটি ছিল তা শুধরে নেওয়া হয়েছে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ১০০ দিনের একশ দিনের কাজে বকেয়া টাকা নিয়ে এ পর্যন্ত যে যে চিঠিপত্র দেওয়া হয়েছে তার প্রতিলিপি তুলে দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আমফানের ক্ষতিপূরণ নিয়ে তিনি বৈঠকে সরব হন। মুখ্যমন্ত্রী বলেন, আমফানের সময় কেন্দ্র রাজ্যকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেয়নি। অন্যান্য রাজ্য বিপর্যয় মোকাবিলা জন্য অনেক বেশি টাকা পায়, কিন্তু বারবার বঞ্চিত হতে হয় বাংলাকে! তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা বলেন, আপনাদের হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী পাল্টা বলেন, সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার পরেই তা সম্ভব হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আর্জি জানান এই বৈঠকে বিপর্যয় মোকাবিলার জন্য একটা কমিটি করে দেওয়া হোক। সূত্রের খবর এ ব্যপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্মতি দেন এবং বলেন দ্রুতই কমিটি করে দেওয়া হবে।

 

spot_img

Related articles

প্রতিরক্ষা ও আন্তর্জাতিক মিশনে ধাক্কা: নিখোঁজ ‘অন্বেষা’-সহ একাধিক স্যাটেলাইট

বছরের প্রথম মহাকাশ মিশনেই বড় ধাক্কা ISRO-তে। সোমবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C62 রকেট উৎক্ষেপিত...

SIR: পশ্চিমবঙ্গে খুব অদ্ভুত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে! কমিশন-সহ সবপক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জের শুনানিতে সব পক্ষের জবাব তলব করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার তৃণমূল সাংসদ...

জাতীয় যুব দিবস ২০২৬: নেতৃত্ব বিকাশ ও জাতি গঠনে যুব অংশগ্রহণে করতে MY Bharat-NSS

যুব সম্পৃক্ততা বৃহৎ পরিসরে: আমার ভারত (MY Bharat) ও জাতীয় সেবা যোজনা (NSS)-এর মতো প্ল্যাটফর্ম জেলা ও প্রাতিষ্ঠানিক...

স্বামীজির জন্মদিবসে সিমলা স্ট্রিটে তৃণমূল-বিজেপি, রাজনৈতিক সৌজন্যের ছবি

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে যুবদিবস রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর রাজ্য প্রশাসনের তরফে এই দিনটিকে মহা সমারোহে পালন...