Monday, May 12, 2025

বকেয়া ১০০ দিনের কাজ, আমফানের ক্ষতিপূরণ: শাহের সামনে সরব মমতা

Date:

Share post:

১০০ দিনের কাজে রাজ্যের বরাদ্দ বিগত প্রায় এক বছর যাবত আটকে রেখেছে কেন্দ্র(Central)। বারবার চিঠি পাঠিয়ে আবেদন নিবেদন এমনকি সশরীরে দিল্লিতে(Delhi) দরবার করেও কিছুই মেলেনি। শনিবার পূর্বাঞ্চলীয় পর্ষদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shaha) কাছে এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee)। পাশাপাশি তিনি অভিযোগ করেন ২০২০ সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে অন্য রাজ্যগুলির তুলনায় কম ক্ষতিপূরণ পেয়েছে পশ্চিমবঙ্গ। প্রশাসনিক সূত্রে খবর, এই বিষয়টি নিয়েও এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, ১০০ দিনের কাজের টাকা আমরা কিছুই পাচ্ছি না। শুধু ১০০ দিনের টাকা নয়, আরো বেশ কিছু প্রকল্পের জন্য কেন্দ্রের বরাদ্দ নিয়েও আমাদের বাংলা বঞ্চনার শিকার হচ্ছে। জবাবে অমিত শাহ বলেন, আপনাদের নিয়ম কানুন নিয়ে কিছু সমস্যা ছিল। তখন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান যেসব বিষয় নিয়ে সমস্যা ছিল তা মিটে গিয়েছে। যেসব ভুল ত্রুটি ছিল তা শুধরে নেওয়া হয়েছে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ১০০ দিনের একশ দিনের কাজে বকেয়া টাকা নিয়ে এ পর্যন্ত যে যে চিঠিপত্র দেওয়া হয়েছে তার প্রতিলিপি তুলে দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আমফানের ক্ষতিপূরণ নিয়ে তিনি বৈঠকে সরব হন। মুখ্যমন্ত্রী বলেন, আমফানের সময় কেন্দ্র রাজ্যকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেয়নি। অন্যান্য রাজ্য বিপর্যয় মোকাবিলা জন্য অনেক বেশি টাকা পায়, কিন্তু বারবার বঞ্চিত হতে হয় বাংলাকে! তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা বলেন, আপনাদের হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী পাল্টা বলেন, সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার পরেই তা সম্ভব হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আর্জি জানান এই বৈঠকে বিপর্যয় মোকাবিলার জন্য একটা কমিটি করে দেওয়া হোক। সূত্রের খবর এ ব্যপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্মতি দেন এবং বলেন দ্রুতই কমিটি করে দেওয়া হবে।

 

spot_img

Related articles

তীব্বতে অনুভূত ভূমিকম্প, জরুরি বাহিনী তলব চিনের

ফের একবার কেঁপে উঠল হিমালয় সংলগ্ন এলাকা। গত কয়েকদিন হিমালয়ের দক্ষিণে ভারতের বিভিন্ন এলাকায় তাপমাত্রার প্রবল পরিবর্তন হয়েছে।...

অলচিকি লিপির উদ্ভাবকের প্রতি শ্রদ্ধা, অবদানের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

পণ্ডিত রঘুনাথ মুর্মু একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত 'অলচিকি' লিপির (Alchiki script) উদ্ভাবক। তাঁর জন্মদিবসে...

রাজ্যে রক্ষিত বৌদ্ধ ঐতিহ্য, বুদ্ধপূর্ণিমায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সর্বধর্মকে সমানভাবে স্বীকৃতি দিয়ে সম্প্রীতির পরিবেশ রক্ষা করাই বাংলার ঐতিহ্য। যুগে যুগে যেভাবে বাংলার সম্প্রীতির পরিবেশকে আপন করে...

দ্বন্দ্বের আবহে প্রথম শান্তিপূর্ণ রাত কাশ্মীরে, দুপুরে বৈঠকে ভারত-পাক সেনা প্রধানরা

সংঘর্ষ বিরোধী চুক্তির অবমাননা করে শনিবার রাতেও ভারতের সীমান্তবর্তী এলাকায় পাকা হামলা অব্যাহত ছিল। যদিও রবিবার সারাদিন সেভাবে...