Saturday, August 23, 2025

গেরুয়া রঙ মানেই ত্যাগ,শৌর্য ও সেবার প্রতীক, কিন্তু সেই রঙকে নিজেদের দলীয় রঙ হিসেবে দেশের বুকে প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লেগেছে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। তাই গান হোক বা পোশাক , গেরুয়া শব্দ থাকলেই সেখানে বিজেপি (BJP)নাক গলাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। শাহরুখ খানের (Shahrukh Khan)’পাঠান’ ছবিতে দীপিকার পাড়ুকোনের (Deepika Pdukone)গেরুয়া বিকিনি পরা নিয়ে উত্তাল গোটা দেশ। একটি পোশাক রাতারাতি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। এবার স্মৃতি ইরানির (Smriti Irani)বিকিনি ভিডিও যেন বিজেপির (BJP) আক্রমণের পাল্টা জবাব তৃণমূলের (TMC)তরফ থেকে বলেই মনে করা হচ্ছে রাজ্য-রাজনীতির মঞ্চে।

বৃহস্পতিবার ছিল কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের (KIFF) উদ্বোধন। নেতাজি ইনডোরে বর্ণাঢ্য উদ্বোধনে শাহরুখ খান (Shahrukh Khan),অমিতাভ বচ্চনরা (Amitabh Bacchan)উপস্থিত ছিলেন। ছিলেন গায়ক অরিজিৎ সিংও (Arijit Singh)। অরিজিৎকে রাজ্য সরকারের তরফ থেকে সম্মান দেওয়ার পর সবাই অনুরোধ করেন দু’কলি গাইতে। অনুরোধ ফেলেননি অরিজিৎ। পোডিয়ামে তিনি গান ‘রং দে তু মোহে গেরুয়া!’ খুব স্বাভাবিক আর সাধারণ একটা ঘটনা ছিল এটা। একেবারের বিনোদনের জন্যই এই কাজ কিন্তু তাতেও রাজনীতির রঙ লাগায় বিজেপি। ওই ফুটেজ টুইট করে অমিত মালব্য লিখেছেন,”এটা ছিল একটা উপলব্ধির সন্ধ্যা। যেখানে অমিতাভ বচ্চন থেকে অরিজিৎ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিয়েছেন, বাংলার ভবিষ্যৎ গেরুয়া।” ওই টুইটের নীচে আবার তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত (Riju Dutta)একটি ভিডিও টুইট করেন। ১৯৯৮ সালের এক সুন্দরী প্রতিযোগিতায় হেঁটেছিলেন স্মৃতি ইরানি (Smriti Irani)। তাঁর পরনে স্বল্প পোশাক। সরু স্ট্র্যাপের টপটাও গেরুয়া রঙের। এরপরই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। মুখ্যমন্ত্রীকে টার্গেট করে তিনি মহিলাদের অসম্মান করার কথা তোলেন। কিন্তু এরও পাল্টা জবাব দেন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত। তিনি স্পষ্ট করে দেন, গেরুয়া রং কারও পৈত্রিক সম্পত্তি নয়। দীপিকা গেরুয়া বিকিনি পরলে হইচই করে পদ্মশিবির, অথচ প্রায় একই রকম পোশাক স্মৃতি পরলে তা চোখে পড়ে না। সব মিলিয়ে ক্রমেই গাঢ় হচ্ছে ‘গেরুয়া’ রঙের বিতর্ক।

 

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version