Friday, November 7, 2025

গেরুয়া রঙ মানেই ত্যাগ,শৌর্য ও সেবার প্রতীক, কিন্তু সেই রঙকে নিজেদের দলীয় রঙ হিসেবে দেশের বুকে প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লেগেছে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। তাই গান হোক বা পোশাক , গেরুয়া শব্দ থাকলেই সেখানে বিজেপি (BJP)নাক গলাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। শাহরুখ খানের (Shahrukh Khan)’পাঠান’ ছবিতে দীপিকার পাড়ুকোনের (Deepika Pdukone)গেরুয়া বিকিনি পরা নিয়ে উত্তাল গোটা দেশ। একটি পোশাক রাতারাতি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। এবার স্মৃতি ইরানির (Smriti Irani)বিকিনি ভিডিও যেন বিজেপির (BJP) আক্রমণের পাল্টা জবাব তৃণমূলের (TMC)তরফ থেকে বলেই মনে করা হচ্ছে রাজ্য-রাজনীতির মঞ্চে।

বৃহস্পতিবার ছিল কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের (KIFF) উদ্বোধন। নেতাজি ইনডোরে বর্ণাঢ্য উদ্বোধনে শাহরুখ খান (Shahrukh Khan),অমিতাভ বচ্চনরা (Amitabh Bacchan)উপস্থিত ছিলেন। ছিলেন গায়ক অরিজিৎ সিংও (Arijit Singh)। অরিজিৎকে রাজ্য সরকারের তরফ থেকে সম্মান দেওয়ার পর সবাই অনুরোধ করেন দু’কলি গাইতে। অনুরোধ ফেলেননি অরিজিৎ। পোডিয়ামে তিনি গান ‘রং দে তু মোহে গেরুয়া!’ খুব স্বাভাবিক আর সাধারণ একটা ঘটনা ছিল এটা। একেবারের বিনোদনের জন্যই এই কাজ কিন্তু তাতেও রাজনীতির রঙ লাগায় বিজেপি। ওই ফুটেজ টুইট করে অমিত মালব্য লিখেছেন,”এটা ছিল একটা উপলব্ধির সন্ধ্যা। যেখানে অমিতাভ বচ্চন থেকে অরিজিৎ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিয়েছেন, বাংলার ভবিষ্যৎ গেরুয়া।” ওই টুইটের নীচে আবার তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত (Riju Dutta)একটি ভিডিও টুইট করেন। ১৯৯৮ সালের এক সুন্দরী প্রতিযোগিতায় হেঁটেছিলেন স্মৃতি ইরানি (Smriti Irani)। তাঁর পরনে স্বল্প পোশাক। সরু স্ট্র্যাপের টপটাও গেরুয়া রঙের। এরপরই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। মুখ্যমন্ত্রীকে টার্গেট করে তিনি মহিলাদের অসম্মান করার কথা তোলেন। কিন্তু এরও পাল্টা জবাব দেন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত। তিনি স্পষ্ট করে দেন, গেরুয়া রং কারও পৈত্রিক সম্পত্তি নয়। দীপিকা গেরুয়া বিকিনি পরলে হইচই করে পদ্মশিবির, অথচ প্রায় একই রকম পোশাক স্মৃতি পরলে তা চোখে পড়ে না। সব মিলিয়ে ক্রমেই গাঢ় হচ্ছে ‘গেরুয়া’ রঙের বিতর্ক।

 

Related articles

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...

KIFF: চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই সত্যজিৎ স্মরণ, নন্দনে শ্রদ্ধার্ঘ্য ঋত্বিক ঘটককে

মহানগরীতে সিনে উৎসবের মেজাজ, শুরু হয়ে গেল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার...

রাজারহাটে যাত্রীবোঝাই বাস উল্টে দুর্ঘটনা, আহত বহু

শুক্রবার সাত সকালে রাজারহাটের হাড়োয়া খালি উল্টে গেল যাত্রীবোঝাই বাস (Bus Accident in Rajarhat)। বেড়াচাঁপার দিক থেকে করুণাময়ীর...

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...
Exit mobile version