Tuesday, November 4, 2025

ফাইনালে মেসি-এমবাপেদের সামলাবেন এই অভিজ্ঞ রেফারি

Date:

আগামিকাল ফুটবল বিশ্বে মহারণ। রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে বসতে চলছে বিশ্বকাপের ফাইনালের আসর। ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা বনাম ফ্রান্স। আর এই হাইভোল্টেজ ম‍্যাচ পরিচালনার জন‍্য রেফারির নাম জানাল ফিফা। মেসি-এমবাপেদের ম‍্যাচের দায়িত্ব পেলেন পোলিশ রেফারি জিমোন মারচিনিয়াক। এর আগে আর্জেন্তিনা ও ফ্রান্স উভয়ের ম্যাচ সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন মারচিনিয়াক। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে ফ্রান্স বনাম ডেনমার্ক এবং শেষ ষোলো পর্বে আর্জেন্তিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি।

ফাইনালে মারচিনিয়াকের পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন খোদ ইতালীয় কিংবদন্তী রেফারি পিয়েরলুইজি কোলিনা, যিনি এবারের বিশ্বকাপে রেফারিদের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। এখনও পর্যন্ত নিজের কেরিয়ারে ২০০টিরও বেশি ফুটবল ম্যাচ খেলিয়েছেন এই পোলিশ রেফারি। ২১ বছর বয়স থেকেই ম্যাচ রেফারি হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন মারচিনিয়াক। তবে তার পাশাপাশি অ্যামেচার ফুটবলার হিসাবে খেলতেন। কিন্তু ২০০৬ সালে ২৫ বছর বয়সে পুরোপুরি পেশাদার রেফারি হিসাবেই কাজ শুরু করেন তিনি। ফিফার তালিকাভুক্ত রেফারি হিসাবে তাঁর নাম ওঠে ২০১১ সালে। তারপর থেকে বহু গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি হওয়ার জন্য তাঁকে বেছে নিয়েছে ফিফা। যেমন বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপের ফাইনালের ম্যাচের জন্যও।

একনজরে দেখে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ ম্যাচে মারচিনিয়াককে সাহায্য করবেন কারা।

পোল্যান্ডের পাওয়েল সোকোলনিকি (সহকারী রেফারি ১), পোল্যান্ডের টোমাজ লিস্টকিউইচ (সহকারী রেফারি ২), মার্কিন যুক্তরাষ্ট্রের ইসমায়েল এলফাথ (চতুর্থ অফিশিয়াল), পোল্যান্ডের টোমাজ কুইয়াটোস্কি (ভিএআর রেফারি), ভেনেজুয়েলার জুয়ান সোটো (সহকারী ভিএআর), মার্কিন যুক্তরাষ্ট্রের কাইল অ্যাটকিন্স (অফসাইড ভিএআর) এবং মেক্সিকোর ফের্নান্ডো গুইরেরো (সাপোর্ট ভিএআর)।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version