Friday, November 7, 2025

ফাইনালের আগে ভাইরাসে কাবু ফ্রান্স শিবির, ফ্লু’-তে আক্রান্ত ভারান এবং কোনাতে

Date:

আগামিকাল বিশ্বকাপের ফাইনাল। ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা বনাম ফ্রান্স। তার আগে কোল্ড ভাইরাসে কাবু ফরাসি শিবির। আগেই জ্বরে পড়েছিলেন দুই ফুটবলার দায়ু উপামেকানো এবং আদ্রিয়ান রাবিও। দু’জনেই মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে পারেননি। এবার ‘ফ্লু’-তে আক্রান্ত ফ্রান্সের প্রথম একাদশের দুই সেন্টার ব্যাক রাফায়েল ভারান এবং ইব্রাহিমা কোনাতে। ম্যাঞ্চেস্টার ইউনাইডের ভারান এবং লিভারপুলের ডিফেন্ডার কোনাতের উপসর্গ রয়েছে। টিম সূত্রে খবর, দু’জনকেই দলের বাকিদের থেকে দূরে নিভৃতাবাসে রাখা হয়েছে। জানা গিয়েছে, রিজার্ভ দলের উইঙ্গার কিংসলে কোমানও অসুস্থ।

স্টেডিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েই অভিযোগ ফ্রান্সের। তবে ফাইনালের আগে হাতে সময় নেই। উপামেকানের জায়গায় নেমে সেমিফাইনালে রক্ষণে ভরসা দিয়েছেন কোনাতে। কিন্তু ভারানের সঙ্গে তরুণ ডিফেন্ডারও অসুস্থ হয়ে পড়ায় রক্ষণে বিকল্প কম্বিনেশন নিয়ে নিঃসন্দেহে চিন্তা বেড়েছে কোচ দিদিয়ের দেশঁর। তার উপর মাঝমাঠে রাবিওর বদলি হিসেবে সেমিফাইনালে সেভাবে নজর কাড়তে পারেননি ইউসুফ ফোফানা। তাই দলগঠন ও রণকৌশল নিয়ে নানা অঙ্ক কষতে হচ্ছে ফরাসি কোচকে।

এদিকে করিম বেঞ্জিমাকে নিয়ে চর্চা অব্যাহত। মরক্কো ম্যাচ জিতে ফাইনালে ওঠার পর ফরাসি কোচ দিদিয়ের দেশঁ বেঞ্জেমার ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। কিন্তু কাতারে সেমিফাইনাল ম্যাচ দেখতে মাঠে হাজির থাকা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো চান, শুধু বেঞ্জিমাই নন, চোটে ছিটকে যাওয়া পল পোগবা, এনগোলো কন্তেরাও ফাইনালে দলের সঙ্গেই থাকুন। তাছাড়া বেঞ্জেমা ফ্রান্সের বিশ্বকাপ দলেরই সদস্য।


 

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...
Exit mobile version