Wednesday, November 12, 2025

বিষমদে মৃত্যু ঠেকাতে দেশি মদ প্যাকেটে বিক্রির সিদ্ধান্ত পাঞ্জাব সরকারের

Date:

বিষমদ(Hooch) কাণ্ডে উত্তাল বিহার(Bihar)। নীতীশ রাজ্য থেকে শিক্ষা নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল পাঞ্জাবের আম আদমি পার্টির সরকার(AAP Govt)। বিষমদ ও স্থানীয় মদ বিক্রি আটকাতে এবার ৪০ শতাংশ অ্যালকোহলযুক্ত দেশি মদ প্যাকেটজাত করে বিক্রি করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করল পাঞ্জাব(Punjab)। দাম কম হওয়ার কারণে গ্রামীন এলাকায় ঘরোয়া পদ্ধতিতে তৈরি স্থানীয় মদের রমরমা প্রবল। এই স্থানীয় মদকেই ‘স্বাস্থ্যকর বিকল্প’ হিসেবে দেশি মদ বিক্রির চিন্তাভাবনা করছে পাঞ্জাব সরকার।

পঞ্জাবের আবগারি দফতরের তরফে জানা গিয়েছে, পঞ্জাবের গ্রামীণ এলাকাগুলিতে ‘লহান’ নামে এক মদ খুব জনপ্রিয়। ভারতে তৈরি মদগুলির তুলনায় এই স্থানীয় মদে অ্যালকোহলের পরিমাণও কম। ২৫ থেকে ৪০ টাকার ছোট প্যাকেটে বিক্রি করা হয় এই ‘লহান’। সরকারের তরফেও যদি কম টাকায় এবং ছোট প্যাকেটে কম ক্ষতিকর দেশি মদ বিক্রির ব্যবস্থা করা যায়, তা হলে মানুষের মধ্যে বিষমদ খাওয়ার প্রবণতা কমতে পারে বলেও আবগারি দফতর আশা করছে। নতুন আবগারি নীতির অংশ হিসাবে এবং বিষমদে মৃত্যুর সংখ্যা ঠেকাতে, দামে কম অথচ অপেক্ষাকৃত কম ক্ষতিকর এই দেশি মদ তৈরি ও বিক্রি করার কথা ভাবছে পাঞ্জাব সরকার। সরকারের দাবি, এভাবেই বিষমদের রমরমা ও মৃত্যু ঠেকানো সম্ভব।

ইতিমধ্যেই এবিষয়ে সুপ্রিমকোর্টে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে পাঞ্জাব সরকার। আদালতে জানানো হয়েছে, এই দেশীয় পদ্ধতিতে তৈরি মদ বাড়িতে অবৈধ ভাবে তৈরি মদের একটি স্বাস্থ্যকর বিকল্প হতে চলেছে। প্রয়োজনের কথা ভেবে এই মদগুলিতে ৪০ শতাংশ অ্যালকোহল রাখা হবে। শীর্ষ আদালতের অনুমতি পেলে সরকারের তরফে খুব শীঘ্রই ভাবনা বাস্তবায়িত করা হবে বলেও জানা গিয়েছে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version