Saturday, November 8, 2025

হিজাব বিতর্কে মুখ খুলতেই অস্কারজয়ী অভিনেত্রীকে গ্রেফতার

Date:

তিন মাস কেটে গেলেও ইরানে হিজাব বিতর্ক জের এখনও কাটেনি । এবার অস্কারজয়ী অভিনেত্রীকে গ্রেফতার করল ইরান সরকার। ইরানে সরকার-বিরোধী আন্দোলন ও বিক্ষোভে শামিল হয়েছিলেন তিনি। সমাজমাধ্যমে একটি পোস্টের কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে অনুমান।

আরও পড়ুন:হিজাব বিরোধী আন্দোলনে উত্তপ্ত ইরান! মহিলাদের সৌন্দর্যকে ক্ষতবিক্ষত করতে চলছে গু*লি

ধৃত অভিনেত্রীর নাম তারানেহ্ আলিদুস্তি। ৩৮ বছর বয়সি এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল ‘দ্য সেল্‌সম্যান’ ছবিতে। ২০১৬ সালে ছবিটি অস্কার পায়। এ ছাড়াও ইরানের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।

গত ৮ ডিসেম্বর সমাজমাধ্যমে হিজাব সম্পর্কিত একটি পোস্ট করেন আলিদুস্তি। পোস্টে তিনি লিখেছিলেন, ‘‘আপনার নীরবতা দমন এবং দমনকারীদের সমর্থনের সমান।’’ উল্লেখ্য, যে দিন আলিদুস্তি এই পোস্ট করেন, সে দিনই ইরানে সরকার-বিরোধী আন্দোলনে প্রথম কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তিনি আরও লেখেন, ‘‘এই নৃশংসতা যে আন্তর্জাতিক সংস্থাগুলি দেখেও মুখ বুজে রয়েছে, তারা প্রত্যেকে মানবতার নামে লজ্জা।’’

এই পোস্টের কারণেই আলিদুস্তিকে শনিবার গ্রেফতার করা হয় বলে মনে করা হচ্ছে।

ইরানের বিনোদন জগতে রীতিমতো পরিচিত মুখ আলিদুস্তি। অনেক কম বয়স থেকে তিনি অভিনয় করছেন। তাঁর সাম্প্রতিক ছবি ‘লেইলাস ব্রাদার’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

প্রসঙ্গত , গত ১৬ সেপ্টেম্বর ইরানে হিজাব না পরার জেরে পুলিশি হেফাজতে ১৯ বছরের তরুণী মাহশা আমিনির মৃত্যুর পর থেকেই দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলছে। হাজার হাজার মানুষ পথে নেমে সরকারের কঠোর ও রক্ষণশীল নিয়মকানুনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। মেয়েদের স্বাধীনতার দাবিতেই এই আন্দোলন। দেখা গিয়েছে, প্রকাশ্যে চুল কেটে হিজাব পুড়িয়ে প্রতিবাদ করছেন মেয়েরা। তার পর থেকেই কঠোর হাতে বিদ্রোহ দমন করছে সরকার। চলছে ব্যাপক ধরপাকড়।মৃত্যুদণ্ড দিতেও পিছু হটেনি। অভিনেত্রী আলিদুস্তিও রেয়াত করা হল না।

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version