দিল্লির শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের ছায়া রাজস্থানের জয়পুরে। ঠিক একইভাবে ধারালো অস্ত্র দিয়ে খুন করে দেহ টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়ার মতো নৃশংস খুনের ঘটনা ফের প্রকাশ্যে। নিজের পিসিকে খুন করে ১০ টুকরো করে জঙ্গলে ছড়িয়ে দিল ভাইপো।
আরও পড়ুন:প্রেমিকাকে নৃশংসভাবে খু*নের পর দেহ টুকরো টুকরো করলেন যুবক
জানা গেছে, নিহত মহিলার নাম সরোজ শর্মা (৬৪)। স্বামীর মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে ভাইপোর কাছেই থাকতেন ওই মহিলা। তাঁর এক ছেলের রয়েছে। তিনি বিদেশে থাকেন। অভিযুক্ত ভাইপো অনুজ শর্মা দেখভাল করত বিধবা পিসির। আর সংসার চালানোর সিংহভাগ খরচ জোগাতেন সেই পিসি।
সব ঠিকঠাকই চলছিল। কিন্তু আচমকাই সরোজ শর্মা অনুজের জীবনযাপন নিয়ে নিজের মতামত চাপিয়ে দিতে শুরু করেন। যা নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা বাঁধত পিসি-ভাইপোর। সম্প্রতি অনুজ দিল্লি যেতে চাইলে আবারও তাকে বাধা দেন তিনি।তখনই সব উলোটপালট হয়ে যায়। রাগের মাথায় হাতুড়ি দিয়ে পিসিকে মাথায় মারে অনুজ। সেখানেই রক্তাক্ত অবস্থায় মৃত্যু হয় পিসির।
পুলিশ সূত্রে খবর, অনুজের আক্রমণের পর ঘটনাস্থলেই মৃত্যু হয় সরোজ শর্মার। এরপর অনুজ সেই দেহ লুকিয়ে ফেলার জন্য মার্বেল কাটার দিয়ে কেটে ১০ টুকরো করে। তারপর সেগুলি বস্তাবন্দি করে জাতীয় সড়কের পাশের জঙ্গলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়।
রক্তের দাগ মুছতে গিয়েই ধরা পড়ে অনুজ।তাকে হাতেনাতে ধরেন মৃতার মেয়ে। পুলিশে অভিযোগ জানাতেই অভিযুক্তের গ্রেফতার করে পুলিশ।