Saturday, January 10, 2026

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি কতদূর? খতিয়ে দেখতে বুধবার বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কতদূর এগোল গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ? খতিয়ে দেখতে বুধবার বৈঠকে বসছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bamerjee)। নবান্ন সভাঘরে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব, রাজ্যের ১৮টি দফতরের সচিব-সহ শীর্ষ আধিকারিক এবং কলকাতা পুরসভার কমিশনার, দক্ষিণ ২৪পরগনার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন বছরের ১০ থেকে ১৫ জানুয়ারি বসছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। তার আগে মেলার প্রশাসনিক প্রস্তুতি, পুণ্যার্থীদের সুরক্ষা থেকে নিরাপত্তা যাবতীয় বিষয় ওই বৈঠকে খতিয়ে দেখা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। ওই বৈঠকের পর মুখ্যমন্ত্রী নিজে চলতি মাসে মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর যেতে পারেন। মঙ্গলবার, মুড়িগঙ্গা থেকে পলি তোলার কাজ খতিয়ে দেখতে সাগরে যাচ্ছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik)। মেলা আয়োজনের অন্যতম প্রধান দায়িত্বে থাকা জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় (Pulak Roy) ইতিমধ্যেই সাগরে মেলা আয়োজনের প্রস্তুতি গিয়ে দেখে এসেছেন। তাঁরাও মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে থাকতে পারেন।

করোনাকাল কাটিয়ে গত বছর থেকেই স্বাভাবিক ছন্দে ফিরেছে সাগরমেলা। এবার করোনা আতঙ্ক একেবারেই নেই। তাই গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে রেকর্ড ভিড় হবে মনে করছে রাজ্য সরকার। এটা ধরে নিয়েই প্রস্তুতি শুরু করেছেন রাজ্য প্রশাসনের কর্তারা। সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নবান্নের এক আধিকারিক। এই মেলার জন্য বিশেষ কন্ট্রোল রুম খোলা হবে নবান্নে (Nabanna)। আটদিন ধরে চলবে এই বিশেষ কন্ট্রোল রুম। যেখানে পালা করে দায়িত্বে থাকবেন ১০ জন IAS এবং ১০ জন WBCS আধিকারিক। সাগরের পাশাপাশি কলকাতাতেও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীরা প্রথমে এসে পৌঁছন কলকাতার বাবুঘাটে। সেখান থেকে রওনা দেন গঙ্গাসাগরের উদ্দেশে। সেই কারণে পর্যাপ্ত সংখ্যায় বাস, পানীয় জল নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার।

 

 

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...