Saturday, August 23, 2025

ছাড়বেন নাকি থাকবেন? মানুষের রায় নিতে টুইটারে ভোটিংয়ের পথে হাঁটলেন এলন মাস্ক

Date:

টুইটার দায়িত্ব কাঁধে নিয়ে নিজের আধিপত্য চালিয়ে গিয়েছেন এলন মাস্ক(Elon Musk)। ছাঁটাই করেছেন শীর্ষ পদে বসে থাকা কর্তা ব্যক্তিদের। এবার নিজের ভবিষ্যৎ ঠিক করার ভার মানুষের হাতে তুলে দিলেন টুইটারের সিইও(CEO)। এই পদে তার থাকা উচিত নাকি তা অন্য কোন যোগ্যতর ব্যক্তির কাজে যাওয়া উচিত সে বিষয়ে মতামত নিতে টুইটারেই(Twitter) চালু করলেন ভোটিং। জানালেন মানুষ যে রায় দিন না কেন তা তিনি মাথা পেতে নেবেন।

রবিবার রাতে নিজের টুইটার একাউন্টে এই সংক্রান্ত একটি ভোটিং চালু করেন এলন মাস্ক। যেখানে মাস্ক সিইও পদে থাকবেন কিনা তা নিয়ে সাধারণ মানুষ তাদের মতামত দিতে পারবেন ভোট দান করে। সোমবার ভারতীয় সময় বিকেল ৪টে ৫০ মিনিটে শেষ হতে চলেছে ভোটিং। তার পরই জানা যাবে টুইটারের নতুন হেডস্যর কি থাকছেন? নাকি বিদায় নিচ্ছেন। অবশ্য এলন না থাকলে তার পদে কে দায়িত্ব নেবে সেটা ভোটিংয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে অনুমান করছেন শীর্ষকর্তারা।

উল্লেখ্য, গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলার প্রধান এলন টুইটার দখল করার পরই অর্ধেক কর্মীকে ছাঁটাই করা হয় সংস্থাটি থেকে। সরিয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ বেশ কিছু কর্তাব্যক্তিকেও। এ ছাড়াও টুইটারে বহু নীতিগত বদল আনেন এলন। যার মধ্যে টুইটারের ব্লু টিক অ্যাকাউন্টকে চাঁদা ভিত্তিক করে দেওয়ার সিদ্ধান্তটি নিয়ে গোটা বিশ্বে হইচই পড়ে যায় ইন্টারনেট প্রভাবশালীদের মধ্যে। এ ছাড়াও এলনের সম্পত্তি নিয়ে প্রতিবেদন লেখা বেশ কিছু সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট অচল (ডিঅ্যাক্টিভেট) হয়ে যাওয়ায় তা নিয়েও বিতর্ক শুরু হয়। অনেকেই জানতে চান টুইটার কি তবে সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করতে চায়? গত ২৭ অক্টোবরের পর থেকে এমনই একের পর বিতর্কে বিদ্ধ হয়েছে এলন এবং তাঁর টুইটার। তবে এলনের নতুন ঘোষণায় সেই পর্বে ইতি পড়তে চলেছে বলে আশা করছেন অনেকেই।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version