বিশ্বকাপ জয়ী মেসিদের শুভেচ্ছা জানালেন পেলে

মেসিদের শুভেচ্ছা জানান আরেক ব্রাজিলিও ফুটবলার নেইমার জুনিয়রও।

রবিবার ৩৬ বছরের খরা কাটে আর্জেন্তিনার। মেসির হাত ধরে বিশ্বকাপ ঘরে ঢুকল আর্জেন্তাইন শিবিরে। রবিবার ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ২০২২ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয় মেসির দল। আর এরপরই শুভেচ্ছা বার্তায় ভেসে যায় গোটা আর্জেন্তাইন শিবির। মেসিদের শুভেচ্ছা বার্তা পাঠালেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। হাসপাতাল থেকে আর্জেন্তিনা দলকে শুভেচ্ছা জানালেন তিনি।

আর্জেন্তিনা চ‍্যাম্পিয়ন হতেই নিজের সোশ্যাল মিডিয়ায় পেলে লেখেন,” আজ, ফুটবল নিজের কাহিনী আবারও লিখল, এক সেরা উপায়ে। মেসি নিজের প্রথম বিশ্বকাপ জিতলেন, যা ওর প্রাপ্য। আমার প্রিয় বন্ধু, এমবাপে, চারটি গোল করেছেন। এই খেলার ভবিষ্যতের এমন প্রতিভা দেখাটা আশীর্বাদ। আর আমি মরক্কোকে শুভেচ্ছা জানাতে চাই এই অসাধারণ লড়াইয়ের জন্য।”

এরপরই শেষে প্রিয় বন্ধু দিয়েগো মারাদোনাকে স্মরণ করে পেলে লেখেন, “শুভেচ্ছা আর্জেন্তিনা। নিশ্চই দিয়েগো এখন হাসছেন।”

বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি পেলে। কোলন ক্যানসারে ভুগছেন তিনি। সদ্য ফুসফুসে করোনা সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি এই ফুটবলার।

মেসিদের শুভেচ্ছা জানান আরেক ব্রাজিলিও ফুটবলার নেইমার জুনিয়রও।