Wednesday, November 12, 2025

বিধানসভায় সাভারকরের ছবি ! কর্নাটকে তুঙ্গে কংগ্রেস-বিজেপি তরজা

Date:

ফের বিনায়ক দামোদর সাভারকারকে  (Vinayak Damodar Savarkar) ঘিরে উত্তাল কর্ণাটক। এবার সেই রাজ্যের বিধানসভায় টাঙানো হল তাঁর বিশাল ছবি। নেপথ্যে বিজেপির মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। পালটা বিধানসভার বাইরে সিঁড়িতে জওহরলাল নেহরুর ছবি হাতে বিক্ষোভ দেখাতে শুরু করলেন কংগ্রেস নেতারা। সবমিলিয়ে ফের সাভারকর ইস্যুতে উত্তপ্ত কর্ণাটক।

পালটা সুর চড়িয়েছে পদ্মশিবিরও। সাভারকর স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাঁর ছবির পরিবর্তে কি দাউদ ইব্রাহিমের পোস্টার টাঙাতে হবে? সুর চড়িয়ে কংগ্রেসকে আক্রমণ কেন্দ্রয়মন্ত্রী এবং কর্নাটকের BJP-নেতা প্রহ্লাদ যোশীর ( Pralhad Joshi)। কর্নাটকের বিরোধী দলনেতা কংগ্রেসের সিদ্ধারামাইয়া (Siddaramaiah) অবশ্য বলছেন, কোনও বিশেষ ব্যক্তির ছবি টাঙানোয় তাঁদের আপত্তি নেই, তবে তাঁরা চান বিধানসভায় বাবাসাহেব আম্বেদকর, সর্দার প্যাটেলদেরও প্রতিকৃতিও রাখা হোক।

সোমবার থেকে কর্ণাটক বিধানসভায় (Karnataka Assenbly) শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন শুরুর দিনই বিধানসভার অন্দরে সাভারকরের ছবি টাঙানো ঘিরে উত্তেজনা ছড়ালো। শুধু সাভারকর নয়, এদিন বিধানসভায় মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, ড. বি আর আম্বেদকর, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেলের ছবিও উন্মোচন করেন বোম্মাই। বিধানসভার অন্দরে সাভারকারের ছবি টাঙানো নিয়ে আপত্তি জানায় কংগ্রেস। বিজেপির এই পদক্ষেপের পালটা নেহরুর ছবি হাতে নিয়ে বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলনেতা সিদ্দারামাইরা, কংগ্রেসের রাজ্য সভাপতি শিবকুমার-সহ কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী।

এ প্রসঙ্গে এদিন শিবকুমার বলেন, “আমি স্পিকারের কাছ থেকে জানতে পারি, আজ বিধানসভার হলে আম্বেদকরের ছবি উন্মোচন করা হবে। এখানে এসে জানতে পারলাম সাভারকরের ছবিও উন্মোচন করা হবে। এরপরই প্রতিবাদ জানাই। সাভারকরের একজন বিতর্কিত ব্যক্তিত্ব। কর্ণাটক ও ভারতীয় রাজনীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই। বরং কর্ণাটকের উন্নয়ন, সংস্কারের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের ছবি বিধানসভায় টাঙানো হোক।” কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার দাবি, শীতকালীন অধিবেশনে আমরা যাতে বিক্ষোভ দেখাই তাই এই কৌশল নিয়েছে বিজেপি। কারণ অধিবেশনে দুর্নীতি নিয়ে সরব হতাম আমরা। তাতে চাপে পড়ত বিজেপি। সেই আলোচনা এড়াতেই এই কৌশল নিয়েছে ওরা।”

সাভারকরের প্রতিকৃতি বিতর্কে কংগ্রেসে বিরুদ্ধে পালটা সুর চড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং কর্নাটকের BJP-নেতা প্রহ্লাদ জোশী। তাঁর অভিযোগ, “কংগ্রেস তোষণের রাজনীতি করছে। কংগ্রেস স্বাধীনতা সংগ্রামে নিজেদের ভূমিকা এবং আত্মত্যাগের কথা বলে। তবে তখনকার কংগ্রেসের সঙ্গে এখনের কোনও মিল নেই। এরা নকল কংগ্রেস।” আক্রমণের ধার আরও বাড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বলেন,” মতাদর্শের পার্থক্য থাকতে পারে তবে বীর সাভারকর একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। সিদ্ধারামাইয়াকে প্রশ্ন করা উচিত, এবার কী দাউদের পোস্টার রাখতে হবে। ”

Related articles

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...
Exit mobile version