আজ ICSE- ISC পরীক্ষার ফলপ্রকাশ

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের দশম শ্রেণির আইসিএসই (ICSE ) এবং দ্বাদশ শ্রেণির আইএসসি (ISC) পরীক্ষার ফলাফল। সকাল ১১টায় অফিসিয়াল ভাবে ফল প্রকাশ হওয়ার পর সিআইএসসিই-র নিজস্ব ওয়েবসাইট cisce.org এবং results.cisce.org-তে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যেই ফল প্রকাশিত হচ্ছে।

মঙ্গলবার দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (CISCE) ফলাফলের দিন ঘোষণা করে। চলতি বছরের আইসিএসই’র দশম শ্রেণির পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত চলে। দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষা হয়েছিল ১৩ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত। চলতি বছরে ICSE পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৫৩ হাজার ৩৮৪ জন। তার মধ্যে ১ লক্ষ ৩৫ হাজার ২৬৮ জন ছাত্র ও ১ লক্ষ ১৮ হাজার ১১৬ জন ছাত্রী। ISC পরীক্ষা দিয়েছে ১ লক্ষ ৬৭ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৬৯২ এবং ছাত্রী ৪৭ হাজার ৩৭৫ জন। বোর্ডের তরফে বলা হয়েছে ওয়েবসাইটে রেজাল্ট জানতে হলে, ইউআইডি ও ইনডেক্স নম্বর দিতে হবে। ISC-র ফলাফল মার্কশিটের আকারে প্রকাশিত হবে। সেখানে পরীক্ষার্থীর নাম, স্কুলের নাম, রোল নম্বর, বিষয় ও মার্কসের পাশাপাশি চূড়ান্ত স্টেটাসও উল্লেখ করা থাকবে।