সাতসকালে চাদর মুড়ে পুলিশের কনভয়ে অনুব্রত, নয়া মামলায় আজ দুবরাজপুর আদালতে পেশ

অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে জেরা করতে পারবে ইডি। সোমবার এমনটাই নির্দেশ দিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত।তারপরই মঙ্গলবার সকাল ৮টায় অনুব্রতকে আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে বের করে গাড়িতে তোলা হয়। তাকা অন্য একটি মামলায় দুবরাজপুর আদালতে তোলা হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি, শুনানির পর রায়দান স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট

এদিন সকালেই আসানসোল সংশোধনাগারে এসে হাজির হন দুর্গাপুর-আসানসোল কমিশনারেটের পুলিশ কর্তারা। এর কিছুক্ষণের মধ্যেই এসে পড়ে রাজ্য পুলিশের বিশেষ সশস্ত্র বাহিনীর জ‌ওয়ানরা। তারপরই অনুব্রতকে নিতে দুবরাজপুরের উদ্দেশে রওনা দেয় পুলিশের কনভয়।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে এক সভা থেকে অনুব্রত মণ্ডল পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। সেই ঘটনার কিছুদিন পর বীরভূমের দুবরাজপুরে এক পুলিশ কর্মী খুন হন। সেই মামলায় অনুব্রত সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। যদিও আদালত অনুব্রত সহ বাকি অভিযুক্তদের বেকসুর খালাস করে দেয়। কিন্তু সোমবার ফের নতুন করে দুবরাজপুর থানায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সূত্রের খবর সেই এফআইআর-এর ভিত্তিতেই কেষ্টকে দুবরাজপুর নিয়ে যাওয়া হচ্ছে। তাঁকে নিজেদের হেফাজতে নিতে চাইছে রাজ্য পুলিশ।