Saturday, January 17, 2026

স্বচ্ছ ভারত মিশনে শৌচাগার নির্মাণের কাজে গতি আনতে জেলা প্রশাসনকে নির্দেশ নবান্নের

Date:

Share post:

স্বচ্ছ ভারত মিশন(Swachh Bharat Mission) প্রকল্পে বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণের কাজে গতি আনতে জেলা প্রশাসনকে নির্দেশ দিল রাজ্য সরকার(state government)। সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত দফতর(Panchayat department) বিভিন্ন জেলার জেলাশাসককে দ্রুত গ্রামীণ এলাকায় পারিবারিক শৌচাগার তৈরির লক্ষ্যমাত্রা পূরণের নির্দেশ দিয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, চলতি অর্থবর্ষে রাজ্যে গ্রামীণ এলাকায় প্রায় সাড়ে ৬ লক্ষ বাড়িতে শৌচালয় নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল । কিন্তু নভেম্বর মাস পর্যন্ত মাত্র ২ লক্ষ ৮৪ হাজার ৬৪৯ টি বাড়িতে শৌচালয় নির্মাণ করা সম্ভব হয়েছে। মুর্শিদাবাদ,পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদীয়া এবং মালদায় প্রকল্পের অগ্রগতি আশানুরূপ নয় বলে দফতরের সমীক্ষায় উঠে এসেছে। মুর্শিদাবাদ জেলায় স্বচ্ছ ভারত মিশনে লক্ষ্যমাত্রার মাত্র ১৩ শতাংশ কাজ হয়েছে । পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া এবং মালদা-এই চার জেলাতেও কাজ হয়েছে লক্ষ্যমাত্রার ৩০ শতাংশেরও কম । এই ৫ জেলা ছাড়াও রাজ্যের বেশিরভাগ জেলাতেই লক্ষ্যমাত্রার ষাট শতাংশের বেশি কাজ বাকি আছে ।ওই জেলাগুলিকে সতর্ক করে দ্রুত শৌচাগার তৈরির লক্ষ্যমাত্রা পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, বিষয়টি নিয়ে কার্যত নবান্নের ক্ষোভের মুখে পড়েছে পিছিয়ে থাকা পাঁচ জেলার জেলা প্রশাসন। নবান্নের তরফে বিভিন্ন জেলা প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন এই লক্ষ্যমাত্রা পূরণ করা গেল না। কেন হাতে বরাদ্দ থাকা সত্ত্বেও এই কাজে দীর্ঘসূত্রিতা হয়েছে!

spot_img

Related articles

মুর্শিদাবাদের মৃতের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরি রাজ্যের: জানালেন অভিষেক, চালু পরিযায়ী শ্রমিকদের হেল্প লাইন

ঝাড়খণ্ডে মৃত বাংলাভাষী পরিযায়ী শ্রমিকের পরিবারে পাশে রাজ্য সরকার। শুক্রবার, বহরমপুর থেকে সাফ জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বিজেপির ‘ডামি’ অধীরকে তুলোধনা অভিষেকের! মুর্শিদাবাদে টার্গেট ২২-০

বহরমপুরে জনসমুদ্রে ভেসে রোড-শো করে কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী তুলোধনা করলেন তৃণমূলের (TMC)...

SIR-এ থাকবে মতুয়াদের ভোটাধিকার? এবারেও সংশয় কাটল না মোদির ভাষণে, কটাক্ষ তৃণমূলের

নদিয়ার তাহেরপুরের ভার্চুয়াল সভা থেকে মেলেনি। রাজ্যে এসআইআর পরিস্থিতি পর্যায়ে প্রথমবার জনসভায় তেমন কোনও ইঙ্গিত মেলার অপেক্ষা করেছিলেন...

বেলডাঙার অশান্তিতে উস্কানি বিজেপি আর গদ্দারের! বিস্ফোরক অভিষেক, প্ররোচনায় পা না দেওয়ার আর্জি

বহরমপুরে রোড শো থেকে বেলডাঙার অশান্তি নিয়ে একতিরে বিজেপি ও হুমায়ুন কবীরকেও তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...