স্বচ্ছ ভারত মিশন(Swachh Bharat Mission) প্রকল্পে বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণের কাজে গতি আনতে জেলা প্রশাসনকে নির্দেশ দিল রাজ্য সরকার(state government)। সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত দফতর(Panchayat department) বিভিন্ন জেলার জেলাশাসককে দ্রুত গ্রামীণ এলাকায় পারিবারিক শৌচাগার তৈরির লক্ষ্যমাত্রা পূরণের নির্দেশ দিয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, চলতি অর্থবর্ষে রাজ্যে গ্রামীণ এলাকায় প্রায় সাড়ে ৬ লক্ষ বাড়িতে শৌচালয় নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল । কিন্তু নভেম্বর মাস পর্যন্ত মাত্র ২ লক্ষ ৮৪ হাজার ৬৪৯ টি বাড়িতে শৌচালয় নির্মাণ করা সম্ভব হয়েছে। মুর্শিদাবাদ,পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদীয়া এবং মালদায় প্রকল্পের অগ্রগতি আশানুরূপ নয় বলে দফতরের সমীক্ষায় উঠে এসেছে। মুর্শিদাবাদ জেলায় স্বচ্ছ ভারত মিশনে লক্ষ্যমাত্রার মাত্র ১৩ শতাংশ কাজ হয়েছে । পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া এবং মালদা-এই চার জেলাতেও কাজ হয়েছে লক্ষ্যমাত্রার ৩০ শতাংশেরও কম । এই ৫ জেলা ছাড়াও রাজ্যের বেশিরভাগ জেলাতেই লক্ষ্যমাত্রার ষাট শতাংশের বেশি কাজ বাকি আছে ।ওই জেলাগুলিকে সতর্ক করে দ্রুত শৌচাগার তৈরির লক্ষ্যমাত্রা পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, বিষয়টি নিয়ে কার্যত নবান্নের ক্ষোভের মুখে পড়েছে পিছিয়ে থাকা পাঁচ জেলার জেলা প্রশাসন। নবান্নের তরফে বিভিন্ন জেলা প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন এই লক্ষ্যমাত্রা পূরণ করা গেল না। কেন হাতে বরাদ্দ থাকা সত্ত্বেও এই কাজে দীর্ঘসূত্রিতা হয়েছে!
