Tuesday, November 18, 2025

রাজনৈতিক সৌজন্য! কাঁথির কর্মসূচি আপাতত স্থগিত তৃণমূলের

Date:

অশান্তি চায় না তৃণমূল। সেই কারণেই স্থগিত বুধবারের কাঁথির সভা। ওই দিন যুব তৃণমূলের কর্মসূচি ছিল। এবার একই দিনে আদালত থেকে অনুমতি নিয়ে কাঁথিতে সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। সেই কারণে আপাতত কাঁথির কর্মসূচি বাতিল করল শাসকদল। তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‘আগামিকাল কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই আমরা কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। খুব তাড়াতাড়ি পরবর্তী দিন জানানো হবে। ওদের সভা আগে থেকে ঠিক করা ছিল। ওই একই দিন আমাদের দলেরও কর্মসূচি ছিল। কিন্তু রাজনৈতিক সৌজন্য বশত আমরা আমাদের সভা স্থগিত রাখলাম। একই জায়গায় দু’দলের রাজনৈতিক কর্মসূচি থাকলে অস্থিরতা তৈরি হতে পারে। প্ররোচনা দিয়ে গন্ডগোল পাকানোর জন্য চেষ্টা করতে পারে বিজেপি। এসব বিষয় মাথায় রেখেই আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবারের সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দল। আমাদের নতুন করে শক্তি প্রদর্শন করার দরকার নেই। কারণ অভিষেকের সভা থেকেই আমরা নিজেদের শক্তি দেখিয়ে দিয়েছি।’’

৩ ডিসেম্বর কাঁথিতে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সভাতেই কাঁথির জন্য বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়। সেই মতোই বুধবার কাঁথিতে সভার আয়োজন করে যুব তৃণমূল। কিন্তু বুধবার কাঁথিতে সেই সভ থেকে এক কিলোমিটার দূরে শুভেন্দুর সভা রয়েছে। অশান্তি এড়াতে নিজেদের কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে জোড়াফুল শিবির। দুই রাজনৈতিক দলের কর্মীদের একই রাস্তা দিয়ে যাতায়াতের সম্ভাবনা ছিল। এর থেকে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সে কারণেই নিজেদের কর্মসূচি আপাতত স্থগিত করেছে জোড়াফুল শিবির। জেলার যুব নেতা সুপ্রকাশ গিরি বলেন, ‘‘গোটা জেলা জুড়েই আমাদের এক মাস ধরে ‘গদ্দার হটাও’ কর্মসূচি চলছে। সেই মতো আগামিকাল আমাদের সভা করার কথা ছিল। পুলিশের থেকে আগাম অনুমতিও নেওয়া ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী হাই কোর্টে (High Court) গিয়ে ওই একই দিনে সভা করার অনুমতি নিয়ে এসেছেন। আমরা কোনও ঝামেলা চাই না। সেই কারণেই আমরা আগামিকাল সভা করার সিদ্ধান্ত বাতিল করেছি।’’

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version