Wednesday, January 14, 2026

আপাতত দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি, দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন অনুব্রত

Date:

Share post:

দিল্লি হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে এখনই দিল্লি নিয়ে যেতে পারবেন না ইডি। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের রায়ে আপাতত স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। আগামী ৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

গত সোমবার অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার প্রোডাকশন ওয়ারেন্টে হ্যাঁ করে দেয় রাউজ অ্যাভিনিউ আদালত। সেই আদেশের বলে অনুব্রতকে জেরা করার জন্য দিল্লিতে আনার পথে কোনও বাধা ছিল না ইডির। কিন্তু এদিন দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের আইনজীবী কপিল সিব্বল প্রশ্ন তোলেন, তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গের আসানসোলে, আর তাঁকে তোলা হবে দিল্লিতে! এটা হতে পারে না। যেখানে গ্রেফতার করা হয়েছে তার কাছাকাছি আদালতেই তুলতে হবে।

উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে এক মাসেরও বেশি আগে গ্রেফতার করা হয়। তার পর থেকেই তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। এক্ষেত্রে আদালতে ইডির যুক্তি ছিল, অনুব্রত মণ্ডলের যেসব সম্পত্তি রয়েছে তার মধ্যে দিল্লির সি আর পার্কের একটি ফ্ল্যাটও রয়েছে। গরুপাচার মামলায় মানি ট্রেইল দিল্লি পর্যন্ত বিস্তৃত। গোটা দেশেই তদন্ত করে ইডি। তাই তাকে দিল্লি এনে জেরা করতে কোনও বাধা নেই। এর আগে অনুব্রত প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি আনার নির্দেশ দেয় রাউজ অ্যাভিনিউ আদালত। কিন্তু তাতেই স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট।

 

spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...