রানি এলিজাবেথের বদলে রাজা চার্লসের ছবি ব্রিটিশ পাউন্ডে

এলিজাবেথের জায়গায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে রাজা চার্লসের ছবি। আগামী তিন বছরে তা ছেয়ে যাবে গোটা ব্রিটেন জুড়ে। এই পরিবর্তন খুব সহজেই মেনে নিয়েছে ব্রিটেনবাসী

রানি চলে যাওয়ার তিন মাস পর থেকেই নতুন রাজা চার্লসের তত্বাবধানে ব্রিটেনের নিয়মকানুনেও এসেছে বেশ কিছু পরিবর্তন। ব্যাঙ্ক নোট, ডাকটিকিট, সরকারি দস্তাবেজে রানি এলিজাবেথের জায়গায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে রাজা চার্লসের ছবি।
রানি এলিজাবেথের প্রয়ানের পর রাজা তৃতীয় চার্লস বসেন রাজপরিবারের সিংহাসনে। ব্যাঙ্ক নোট, ডাকটিকিট, সরকারি দস্তাবেজে রানি এলিজাবেথের জায়গায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে রাজা চার্লসের ছবি। আগামী তিন বছরে তা ছেয়ে যাবে গোটা ব্রিটেন জুড়ে। এই পরিবর্তন খুব সহজেই মেনে নিয়েছে ব্রিটেনবাসী।

রানির জীবৎকালীন দশাতেই ২০১৩ সালে চার্লসের ছবি তোলা হয় নোটে। তবে তা বাজারে ছাড়তে সময় লাগবে আরও। কিন্তু চার্লসের প্রতিকৃতি দেওয়া ধাতব মুদ্রা ইতিমধ্যেই বাজারে ছাড়ার কথা ঘোষণা করেছে ব্রিটেনের রয়্যাল মিন্ট। ২০১৬ সাল থেকেই ধীরে ধীরে পুরনো কাগজের ব্যাঙ্ক নোট বাতিল করে পলিমারের নয়া নোট ব্রিটেনের বাজারে ছাড়া হচ্ছে।তবে এখন রাজা চার্লসের ছবি দেওয়া নোট এখন শুধু ব্রিটেনেই নয় , লাগু হবে কানাডা, নিউজিল্যান্ড ও কমনওয়েলথের কিছু নোটেও।