Friday, August 22, 2025

পতঞ্জলি সহ ভারতীয় ওষুধ প্রস্তুতকারক ১৬ সংস্থাকে কালো তালিকাভুক্ত করল নেপাল

Date:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) মানদন্ড পূরণে ব্যর্থ। আর সেকারণেই ১৬টি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে কালো তালিকাভুক্ত (Black list) করল নেপালের (Nepal) ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দফতর (Drug Administration Department)। ১৮ ডিসেম্বর এই মর্মে নোটিশ জারি করা হয়েছে। তালিকায় উঠে এসেছে রামদেবের (Ramdev) দিব্যা ফার্মেসি (Divya Pharmacy), যা পতঞ্জলি (Patanjali) নামে পরিচিত। একইসঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে র্যা ডিয়েন্ট পেরেন্টেরালস লিমিটেড, মার্কারি ল্যাবরেটরিজ লিমিটেড, অ্যালায়েন্স বায়োটেক, জি ল্যাবরেটরিজ, ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেড, জিএলএস ফার্মা, আইপিসিএ ল্যাব-সহ একাধিক ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার নাম।

ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দফতরের পক্ষ থেকে নেপালের ওষুধ ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন দ্রুত কালো তালিকাভুক্ত ভারতীয় সংস্থাগুলির ওষুধ বাজার থেকে ফিরিয়ে নেন। একই সঙ্গে নির্দেশিকায় উল্লেখ রয়েছে ওই কোম্পানিগুলির ওষুধ ভবিষ্যতে নেপালে আর আমদানি করা যাবে না। ১৯ ডিসেম্বর নেপাল স্বাস্থ্য দফতরের তরফ থেকে আরও একটি নোটিশ জারি করা হয়। নোটিশে ভারতের গ্লোবাল হেলথকেয়ারের (Global healthcare) ৫০০ মিলিলিটার এবং ৫ লিটারের হ্যান্ড স্যানিটাইজারের (Hand Sanitizer) ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ভারতে ওষুধ ও স্বাস্থ্য সংক্রান্ত একাধিক পণ্য উৎপাদনের মান।

উল্লেখ্য, নেপাল সরকারের (Nepal Government) কাছে ওষুধ বিক্রির জন্য আবেদন করেছিল বেশ কিছু ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা। ওষুধ প্রস্তুতকারী কোম্পানিরগুলির যাবতীয় প্রক্রিয়া খতিয়ে দেখতে এপ্রিল ও জুলাই মাসে ভারতে আসেন নেপালের স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদন্ড যথাযথভাবে রক্ষিত হচ্ছে কিনা তাও দেখেন তাঁরা। এর ভিত্তিতেই নেপালে ফিরে গিয়ে ১৮ ডিসেম্বর কালো তালিকা প্রকাশ করেন তাঁরা।

 

 

Related articles

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার...

ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

বিজেপির এসআইআর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের...

উৎকণ্ঠার অবসান, সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন: JEE-র ফল ঘোষণায় পোস্ট শিক্ষামন্ত্রীর

ওবিসি জটে আটকে গিয়েছিল ফল। প্রায় ৪ মাসের মাথায় জয়েন্ট এন্ট্রান্সের JEE রেজাল্ট প্রকাশিত হল। শীর্ষ আদালতের নির্দেশে...

JEE মেধাতালিকায় প্রথম ও দশম কী পড়বেন? জানালেন নিজেরাই

আইনি জটিলতা কাটিয়ে অবশেষে শুক্রবার দুপুরে প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের(JEE) ফল। গত ২৭ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স(JEE)...
Exit mobile version