Friday, November 14, 2025

আট মাসের জেল জীবনে দু’বার প্রাণনাশের হুমকি পেয়েছেন বরিস বেকার। এমনটাই স্বয়ং নিজেই জানালেন বেকার। জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন তিনি। কিন্তু কারাবাসের ভয়ঙ্কর অভিজ্ঞতা মনে পড়লে এখনও শিউরে উঠছেন বরিস বেকার। সম্পত্তি গোপন করা এবং কর ফাঁকি দেওয়ার অপরাধে আড়াই বছরের জেল হয়েছিল বেকারের। আট মাস জেলে কাটানোর পর গত সপ্তাহে ছাড়া পেয়েছেন তিনি। মুক্ত হওয়ার পর জানিয়েছেন জেল জীবনের অভিজ্ঞতা।

এ নিয়ে বুধবার প্রথম মুখ খুলেছেন জার্মান টেনিস কিংবদন্তি। বেকারের বক্তব্য, ‘‘জেলের কুঠুরিতে রাতগুলো ছিল ভয়াবহ ও নৃশংস। পুরো পরিবেশটাই তখন পাল্টে যেত। সেই অভিজ্ঞতা মনে পড়লে এখনও শিউরে উঠছি।

সাতবারের গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী আরও জানাচ্ছেন, জেলে থাকাকালীন দু’বার তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু জনা দশেক কয়েদির হস্তক্ষেপে ব্যাপারটা খুব বেশিদূর গড়ায়নি। যে কয়েদিরা তাঁকে বাঁচিয়েছিল, তাদের সঙ্গে রক্তের সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানিয়েছেন প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন। বেকার বলেন, ‘‘জন বলে এক কয়েদি একাধিক খুনের জন্য ২৫ বছরের কারাদণ্ডের সাজা খাটছিল। ও আমাকে হুমকি দেয়, টাকা না দিলে আমাকে খুন করবে। আরেক কয়েদি, যার নাম আইকে। সেও আমার উপর হঠাৎ করেই চড়াও হয়েছিল। তবে বাকি কয়েদিরা দু’বারই গোটা পরিস্থিতি সামলে নিয়েছিল।’’

বেকার আরও জানিয়েছেন, ‘‘পরের দিনই আইকে আমার আগে গতরাতের ঘটনার জন্য ক্ষমা চাইল! মাটিতে শুয়ে পড়ে বারবার ক্ষমা চাইছিল। আমি ওকে বুকে জড়িয়ে ধরি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version