Thursday, November 6, 2025

মিলল না জামিন! আরও ১৪ দিনের জেল হেফাজত পার্থ-কল্যাণময় সহ ৭ জনের

Date:

মিলল না রেহাই। পুজোর পর এবার বড়দিনও (Christmas) জেলেই কাটবে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার (Arrest) হওয়া পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattachatya)-সহ মোট ৭ জনের। বৃহস্পতিবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হলে অভিযুক্তদের আরও ১৪ দিন জেলা হেফাজতের (Jail Custody) নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে পার্থ, সুবীরেশদের।

এদিন সিবিআইয়ের বিশেষ আদালতে (CBI SpecialCourt) পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রসন্ন রায় ও প্রদীপ সিংকে। সেখানেই ধৃতদের জামিনের আবেদন জানান হয়। তবে এদিন শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী আদালতে লালন শেখ প্রসঙ্গ তুলে আনেন। তিনি জানান, সিবিআই বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব সামনে রাখছে। তবে সিবিআই এদিন সাফ জানিয়েছে, এই অভিযুক্তরা জামিন পেলে সমাজের ক্ষতি হতে পারে। তাই তাঁদের জেলে আটকে রাখা হচ্ছে। কিন্তু সিবিআই হেফাজতে খুন হতে হয়েছে লালন শেখকে। এরপরই তদন্তের ভয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। সিবিআই-এর তরফে আরও বলা হয়েছে, মামলার গুরুত্ব বিচার করে অভিযুক্তদের হেফাজতে রাখা প্রয়োজন। প্রত্যেকেই প্রভাবশালী। তদন্তে কী উঠে আসছে সেটা কেস ডায়েরিতে আছে। রোজ নতুন নতুন তথ্য উঠে আসবে না এটাই স্বাভাবিক।

পাশাপাশি এদিন সিবিআইয়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হলে উষ্মাপ্রকাশ করে সিবিআই। তাঁরা সাফ জানান, আমরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী দেখি না। অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করি। সময় মতো কোর্টকে জানাই। এরপরই দু’পক্ষের যুক্তি শোনার পর ধৃতদের আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version