Saturday, August 23, 2025

রঞ্জি ট্রফির তৃতীয় দিনে হিমাচল প্রদেশের বিরুদ্ধে চালকের আসনে বাংলা। রঞ্জি ট্রফির এলিট ‘এ’ গ্রুপে পরপর দুই ম্যাচে জয়ের হাতছানি বাংলার সামনে। ইডেন গার্ডেন্সে হিমাচল প্রদেশকে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠতে মনোজ তিওয়াড়িদের প্রয়োজন ৯ উইকেট। জয়ের জন্য হিমাচলকে করতে হবে আরও ৩৯৩ রান।

২৬৯ রানে এগিয়ে থেকে বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলা। এক উইকেটে ৮৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইডেনের বাইশ গজ শাসন করে বঙ্গ ব্যাটাররা। সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, অধিনায়ক মনোজ তিওয়াড়ি দাপুটে ব্যাটিং করেন। তিন নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকান সুদীপ। ১৬৬ বল খেলে ১২টি বাউন্ডারির সাহায্যে ১০১ রান করে আউট হন বঙ্গ ব্যাটার। প্রথম ইনিংসে সেঞ্চুরিকারী অনুষ্টুপ দ্বিতীয় ইনিংসে করেন ৩৮ রান। দ্রুত রান তোলার লক্ষ্য নিয়ে মনোজ করেন হাফসেঞ্চুরি। ৫০ রান করে ফেরেন বঙ্গ অধিনায়ক। ১৮ বলে ১৯ রান করে অপরাজিত থেকে যান শাহবাজ আহমেদ। অভিষেক পোড়েলের অপরাজিত ১১। পাঁচ উইকেটে ২৯১ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় বাংলা।

প্রথম ইনিংসে ১৮০ রানের লিড থাকায় হিমাচল প্রদেশের সামনে জয়ের জন্য ৪৭২ রানের বিরাট লক্ষ্যমাত্রা রাখে বাংলা। দিনের শেষে ১ উইকেটে ৭৯ রান তুলেছে হিমাচল। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হিমাচলের হয়ে লড়াই করছেন প্রশান্ত চোপড়া (৪৪ ব্যাটিং)। তাঁর সঙ্গী অঙ্কিত কলসি (১৭ ব্যাটিং)। বাকি ৯ উইকেট তুলে ম্যাচ জেতার জন্য শেষ দিন প্রথম সেশনেই ঝাঁপাতে চান ঈশান পোড়েলরা। অন্যদিকে, শেষ দিন ম্যাচ বাঁচানোর চেষ্টা করতে পারে হিমাচল।


 

Related articles

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...

বেলেঘাটায় ছেলের হাতে খুন মা! বন্দি গুণধর পুত্র

গড়িয়ার পরে এবার কলকাতার বেলেঘাটা (Belegata)। শনিবার দুপুরে নিজের বাড়ি থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার হল। প্রাথমিক তদন্তের...
Exit mobile version