Monday, November 10, 2025

রাহুলের জুতো বেঁধে দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী! মালব্যের টুইটে বিতর্ক

Date:

কংগ্রেসকে(Congress) বিপাকে ফেলতে গিয়ে নিজেই বিপাকে পড়ল বিজেপি(BJP)। সম্প্রতি একটি টুইট করেছেন অমিত মালব্য(Amit Malabya), যেখানে দেখা যাচ্ছে ভারত জোড়ো যাত্রা চলাকালীন রাহুল গান্ধীর(Rahul Gandhi) জুতো বেঁধে দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী ভাওয়ার জিতেন্দ্র সিং আলওয়ার (Jitendra Singh Alwar)। এই টুইটের সঙ্গে রাহুল তথা কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন মালব্য। অবশ্য এই টুইটের পর পাল্টা মালব্যর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী আলওয়ার।

বুধবার অমিত মালব্য ভারত জোড়ো যাত্রার একটি টুইট করেন। যেখানে দেখা যাচ্ছে, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে হরিয়ানাতে পদযাত্রা করলেন রাহুল। ঠিক সেই সময় রাহুলের সামনে হাঁটু মুড়ে জুতোর ফিতে বাঁধার ভঙ্গিমায় বসে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভাওয়ার জিতেন্দ্র সিং আলওয়ার। অমিত মালব্যর দাবি, হাঁটতে হাঁটতে রাহুলের জুতোর ফিতে খুলে গিয়েছিল। সেটাই নাকি নতজানু হয়ে বেঁধে দিচ্ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ। অবশ্য মালব্যর এই টুইটকে মিথ্যা বলে দাবি করেছে কংগ্রেস। অন্যদিকে মালব্যের এহেন আচরণে যারপরনাই ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী আলওয়ার। এই ভিডিওকে ভুয়ো বলে দাবি করে তিনি জানান, রাহুলের সামনে তিনি ঝুঁকেছিলেন ঠিকই কিন্তু সেটা রাহুলের জুতোর ফিতে বাঁধার জন্য নয়। মিথ্যা টুইট করার জন্য মালব্যকে ক্ষমা চাইতে হবে। নাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতেও মিথ্যা টুইটের জন্য একহাত নিয়েছেন মালব্যকে। তাঁর দাবি, ভারত জোড়ো যাত্রাকে ভয় পেয়েই এই ধরনের ভুয়ো ভিডিও ছড়াচ্ছে বিজেপি।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version