Saturday, November 8, 2025

পার্ক স্ট্রিটে ৩০ ফুটের গোল্ড প্লেটেড ক্রিসমাস ট্রি !

Date:

আসছে বড় দিন। সেজে উঠছে কলকাতা। প্রতি বছরের মতো এই বছরেও ক্রিসমাস কার্নিভালের (Christmas Tree) উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অ্যালেন পার্কে (Allen Park)ক্রিসমাস উৎসবের ভিড় চোখে পড়ার মতো। এবার ৩০ ফুটের গোল্ড প্লেটেড ক্রিসমাস ট্রি (Christmas Tree)উদ্বোধন করলেন নারী ও শিশুকল্যাণ ও সমাজকল্যাণ রাষ্ট্রমন্ত্রী, শশী পাঁজা (Sashi Panja)। এপিজে রিয়েল এস্টেটের (Apeejay Real Estate) উদ্যোগে কলকাতার পার্ক স্ট্রিটের এপিজে হাউসে (Apeejay House)এই ক্রিসমাস ট্রি -এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)।

এপিজে হাউস লনে এদিন ৩০ ফুটের গোল্ড প্লেটেড ক্রিসমাস ট্রি -এর উদ্বোধন করে মন্ত্রী শশী পাঁজা সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি বলেন এই বছরে পার্ক স্ট্রিটে যেভাবে ভিড় বাড়ছে তাই পুলিশের তরফ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি এপিজে রিয়েল এস্টেটের এই উদ্যোগের প্রশংসা করেন, ঘুরে দেখেন চারপাশ। বাংলায় সব ধর্মের উৎসবকে সমান মর্যাদায় পালন করা হয় বলে এদিন মন্তব্য করেন মন্ত্রী। শশী পাঁজা এদিন সকলকে কোভিড নিয়ে সতর্কও করেন। এপিজে হাউস লনে একদিকে যেমন রাখা হয়েছে স্যান্টা ক্লজ পাশাপাশি যীশু খ্রিস্টের জন্মের মুহূর্তকেও সাজিয়ে তোলা হয়েছে। পার্ক স্ট্রিটে ঘুরতে আসা মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এই ৩০ ফুটের গোল্ড প্লেটেড ক্রিসমাস ট্রি বলেই মনে করছেন এপিজে রিয়েল এস্টেট কর্তৃপক্ষ। অনুষ্ঠানে মন্ত্রীকে সবকিছু ঘুরিয়ে দেখান শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়।

 

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version