Sunday, May 4, 2025

রামের মিছিলে বামের ঝাণ্ডা, রাখঢাক সরিয়ে হুগলিতে হাতে হাত সিপিএম-বিজেপির!

Date:

মুখে আদর্শগত বিরোধিতা, প্রকাশ্যে একে অপরকে তোপ দাগলেও আসলে তৃণমূল(TMC) বিরোধিতায় জোট বেধেছে বাম-বিজেপি(CPIM-BJP)। সেই ছবি আরও একবার প্রকাশ্যে এল হুগলি(Hoogly) জেলায়। মুখে ‘নরেন্দ্র মোদি জিন্দাবাদ’ হাতে লাল ঝাণ্ডা নিয়ে বিজেপির মিছিলে পা মেলালো সিপিএম(CPIM)। শুক্রবার ঘটনাটি ঘটেছে হুগলির দাদপুর থানা এলাকার পাঁজিপুকুরের হারিট গ্রাম পঞ্চায়েতে। এই ছবি প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয়ে গেল তৃণমূল নেত্রী যে ‘জগাই-মাধাই-গদাই(বিজেপি-সিপিএম-কংগ্রেস)’ জোটের কথা বলতেন তা জ্বলন্ত বাস্তব। এই মিছিলে যে সিপিএম যোগ দিয়েছিল সে কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় বিজেপি(BJP) নেতৃত্ব।

জানা গিয়েছে, আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদ জানিয়ে মিছিল করে হারিট পঞ্চায়েত অফিসে স্মারকলিপি জমা দিতে যাচ্ছিল বিজেপি। সেই মিছিলে তৃণমূল বিরোধী স্লোগানের পাশাপাশি চলছিল নরেন্দ্র মোদির জয়ধ্বনি। অভিযোগ তোলা হয় আবাস যোজনা প্রকল্পে স্বজন পোষণ করা হয়েছে শাসক শিবিরের তরফে। বিজেপির এই মিছিলেই দেখা যায় সিপিএমের পতাকা হাতে নিয়ে বাম কর্মী-সমর্থকদের। এপ্রসঙ্গে বিজেপির দাবি, আমাদের আন্দোলন যে সাধারণ মানুষকে ছুঁয়েছে এটা তারই প্রমাণ। তিনি আরও বলেন, সিপিএমের যে সমস্ত নেতারা আছে তাঁদের দেখা পাওয়া যায় না। তাই এঁরা আমাদের ডেপুটেশনে স্বতঃপ্রণোদিত ভাবে যোগ দিতে এসেছেন। অবশ্য রাম-বাম জোট তত্ত্ব একেবারেই মানতে রাজি নয় স্থানীয় সিপিএম নেতৃত্ব। সিপিএমের হুগলি জেলার সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, “সিপিএমের কোনও কর্মী ছিলেন না। ওটা বিজেপির কর্মসূচি ছিল। সেখানেই রাস্তার পাশে আমাদের কিছু পতাকা লাগানো ছিল। সেই ঝান্ডাগুলো নিজেরাই তুলে এনে সিপিএম যোগ দিয়েছে বলে দাবি করেছে বিজেপি। আমাদের কি মাথাখারাপ! ওখানে আমাদের গণ সংগঠনের লোকও ছিলেন না। কোথাকার কে বিজেপি রাস্তা থেকে আমাদের পতাকা তুলে নাটক করছে।”

উল্লেখ্য, রাজ্যের একাধিক জায়গায় ইতিমধ্যেই রাম-বাম জোটের ছবি প্রকাশ্যে উঠে এসেছে। বিভিন্ন সমবায় ভোটে সিপিএম বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। যা নিয়ে চিন্তিত আলিমুদ্দিনও। দলীয় পর্যায়ে বিজেপির হাত ধরার কড়া নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করায় কয়েকটি জায়গায় সিপিএম বহিষ্কার করেছে কয়েক জনকে। কিন্তু বিজেপির হাত ধরার প্রবণতা যে বন্ধ করা যায়নি, হুগলির ঘটনা তারই হাতেগরম প্রমাণ।

Related articles

মোদির অচ্ছে দিন! মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে মুখ পুড়ছে ভারতের

মোদির(Narendra Modi) আচ্ছে দিনে বিশ্বমঞ্চে চরম লজ্জার সম্মুখীন ভারত(India)। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের আন্তর্জাতিক মান পতনের মুখে...

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...
Exit mobile version