Tuesday, November 4, 2025

রামের মিছিলে বামের ঝাণ্ডা, রাখঢাক সরিয়ে হুগলিতে হাতে হাত সিপিএম-বিজেপির!

Date:

মুখে আদর্শগত বিরোধিতা, প্রকাশ্যে একে অপরকে তোপ দাগলেও আসলে তৃণমূল(TMC) বিরোধিতায় জোট বেধেছে বাম-বিজেপি(CPIM-BJP)। সেই ছবি আরও একবার প্রকাশ্যে এল হুগলি(Hoogly) জেলায়। মুখে ‘নরেন্দ্র মোদি জিন্দাবাদ’ হাতে লাল ঝাণ্ডা নিয়ে বিজেপির মিছিলে পা মেলালো সিপিএম(CPIM)। শুক্রবার ঘটনাটি ঘটেছে হুগলির দাদপুর থানা এলাকার পাঁজিপুকুরের হারিট গ্রাম পঞ্চায়েতে। এই ছবি প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয়ে গেল তৃণমূল নেত্রী যে ‘জগাই-মাধাই-গদাই(বিজেপি-সিপিএম-কংগ্রেস)’ জোটের কথা বলতেন তা জ্বলন্ত বাস্তব। এই মিছিলে যে সিপিএম যোগ দিয়েছিল সে কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় বিজেপি(BJP) নেতৃত্ব।

জানা গিয়েছে, আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদ জানিয়ে মিছিল করে হারিট পঞ্চায়েত অফিসে স্মারকলিপি জমা দিতে যাচ্ছিল বিজেপি। সেই মিছিলে তৃণমূল বিরোধী স্লোগানের পাশাপাশি চলছিল নরেন্দ্র মোদির জয়ধ্বনি। অভিযোগ তোলা হয় আবাস যোজনা প্রকল্পে স্বজন পোষণ করা হয়েছে শাসক শিবিরের তরফে। বিজেপির এই মিছিলেই দেখা যায় সিপিএমের পতাকা হাতে নিয়ে বাম কর্মী-সমর্থকদের। এপ্রসঙ্গে বিজেপির দাবি, আমাদের আন্দোলন যে সাধারণ মানুষকে ছুঁয়েছে এটা তারই প্রমাণ। তিনি আরও বলেন, সিপিএমের যে সমস্ত নেতারা আছে তাঁদের দেখা পাওয়া যায় না। তাই এঁরা আমাদের ডেপুটেশনে স্বতঃপ্রণোদিত ভাবে যোগ দিতে এসেছেন। অবশ্য রাম-বাম জোট তত্ত্ব একেবারেই মানতে রাজি নয় স্থানীয় সিপিএম নেতৃত্ব। সিপিএমের হুগলি জেলার সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, “সিপিএমের কোনও কর্মী ছিলেন না। ওটা বিজেপির কর্মসূচি ছিল। সেখানেই রাস্তার পাশে আমাদের কিছু পতাকা লাগানো ছিল। সেই ঝান্ডাগুলো নিজেরাই তুলে এনে সিপিএম যোগ দিয়েছে বলে দাবি করেছে বিজেপি। আমাদের কি মাথাখারাপ! ওখানে আমাদের গণ সংগঠনের লোকও ছিলেন না। কোথাকার কে বিজেপি রাস্তা থেকে আমাদের পতাকা তুলে নাটক করছে।”

উল্লেখ্য, রাজ্যের একাধিক জায়গায় ইতিমধ্যেই রাম-বাম জোটের ছবি প্রকাশ্যে উঠে এসেছে। বিভিন্ন সমবায় ভোটে সিপিএম বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। যা নিয়ে চিন্তিত আলিমুদ্দিনও। দলীয় পর্যায়ে বিজেপির হাত ধরার কড়া নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করায় কয়েকটি জায়গায় সিপিএম বহিষ্কার করেছে কয়েক জনকে। কিন্তু বিজেপির হাত ধরার প্রবণতা যে বন্ধ করা যায়নি, হুগলির ঘটনা তারই হাতেগরম প্রমাণ।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version