Sunday, January 18, 2026

দমকল কর্মী নিয়োগের প্যানেল বাতিলের নির্দেশ আদালতের

Date:

Share post:

রাজ্যের বুকে নানা দুর্নীতির অভিযোগ ওঠায় একের পর এক হুঁশিয়ারি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার ৫৩ জনের প্রাথমিকে নিয়োগ বাতিল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এবার দমকল বিভাগে নিয়োগ (Fire Department Recruitment)নিয়ে প্রশ্ন উঠল। শুক্রবার বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ (Division Bench of Harish Tandon) জানিয়ে দেয় প্যানেল থেকে নিয়োগ করা যাবে না। আদালত স্পষ্ট জানিয়েছে নতুন গাইডলাইন মেনেই পাবলিক সার্ভিস কমিশন (PSC)-কে নিয়োগ করতে হবে।

প্রসঙ্গত ২০১৮ সালের জুন মাসে ফায়ার অপারেটর (Fire Operator)নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। সেখানে প্রায় ১৫০০ কর্মী নিয়োগের কথা বলা হয়েছিল। লিখিত এবং মৌখিক পরীক্ষার পর নিয়োগ হয়েছিল বলে জানান হলেও তাতে অনিয়মের অভিযোগ তুলে রাজ্য ট্রাইবুনালে মামলা করেন কয়েকজন চাকরিপ্রার্থী। মামলাটি পরে হাইকোর্টে ওঠে। পাশাপাশি সংরক্ষিত তালিকাতেও দুর্নীতির অভিযোগ উঠলেও রাজ্য সরকারের তরফ থেকে তা অস্বীকার করা হয়। এরপর আদালত আজ সেই মামলায় জানিয়ে দেয় যে সব অভিযোগ শোনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু তাই নয় সবাই যাতে সুষ্ঠু ভাবে অভিযোগ যাতে জানাতে পারে তার জন্য নির্দিষ্ট একটি পোর্টাল তৈরি করতে হবে।সাত দিনের মধ্যে সেই সমস্যাগুলির সমাধান করতে হবে এবং পরবর্তী দু মাসের মধ্যে তালিকা তৈরির কাজ শেষ করতে হবে।

 

spot_img

Related articles

এসআইআর চলাকালীন অশান্তি ঠেকাতে রাজ্যকে সতর্ক করল কমিশন

রাজ্যে চলমান এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার সময় সাম্প্রতিক অশান্তির ঘটনার পর নির্বাচন কমিশন রাজ্য সরকারের দিকে সতর্কবার্তা...

এসআইআর আতঙ্কের জের! শান্তিপুর ও নামখানায় মৃত ২

বাংলায় এসআইআর-বলির সংখ্যা দীর্ঘতর হচ্ছে। নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের জোরে প্রতিদিনই মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। নদিয়া ও দক্ষিণ...

মোদির সফরে বদলে গেল মালদহ টাউন স্টেশন! নিরাপত্তার চাপে প্রশ্নের মুখে জীবিকা

চিরচেনা কোলাহল, যাত্রীদের ভিড় আর হকারদের ডাক—এই দৃশ্যেই অভ্যস্ত মালদহ টাউন স্টেশন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra...

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...