Monday, August 11, 2025

বড়দিন-বর্ষবরণে নিরাপত্তার আঁটোসাঁটো পার্ক স্ট্রিট চত্বরে, রাস্তায় ৩হাজার পুলিশ

Date:

Share post:

ডিসেম্বরের (December) শেষে শীতের আমেজে ফের উৎসব মুখর বাংলা। রবিবার বড়দিন (Christmas)। আর ৩১ ডিসেম্বর বর্ষবরণের (New Year) রাত। প্রতি বছরের মতো এ বছরও আলোয় বন্যায় ভাসবে পার্ক স্ট্রিট (Park Street) চত্বর। উৎসবের আনন্দে রাস্তায় নামবে মানুষের ঢল। রাত থেকে ভোর মাতবে তিলোত্তমা। খুব স্বাভাবিকভাবেই অন্যান্য বছরের মতো এবারও কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষায় পার্ক স্ট্রিটে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে।

বিশেষ করে ২৫ ও ৩১ ডিসেম্বর রাতে অবরুদ্ধ হবে পার্ক স্ট্রিট। এই দুই দিনে নিরাপত্তা জোরদার করছে কলকাতা পুলিশ। যানজট এড়াতে পার্কিংয়ে নিয়ন্ত্রণ করা হবে। পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণি এলাকায় বিপুল ভিড়ের কথা মাথায় রেখে বড়দিনে পার্ক স্ট্রিটে নিরাপত্তার দায়িত্বে থাকবে অন্তত দেড় হাজার পুলিশ কর্মী। বর্ষবরণের রাতে পুলিশকর্মী থাকবে অন্তত ৩ হাজার।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, বড়দিনে পার্ক স্ট্রিটে যানজট এড়াতে গাড়ি বা বাইক ক‌্যামাক স্ট্রিট এবং রাসেল স্ট্রিটে পার্কিং করতে হবে। লালবাজার সূত্রে খবর, পার্ক স্ট্রিট ও তার আশপাশের অঞ্চলকে প্রায় দশটি সেক্টরে ভাগ করে দেওয়া হবে। প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ডিসি (DC) পদমর্যাদার অফিসার। এছাড়াও তাঁদের সঙ্গে জায়গার গুরুত্ব বুঝে থাকবেন এক বা দু’জন করে অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার, একাধিক ইন্সপেক্টর ও অন‌্যান‌্য আধিকারিক ও পুলিশকর্মীরা।

পার্ক স্ট্রিটে ভিড় সামলাতে তৈরি হবে আলাদা কন্ট্রোল রুম (Control Room)। বড়দিন ও বর্ষবরণে ভিড়ের কথা মাথায় রেখে পার্ক স্ট্রিটে মানুষ চলাচলের জন‌্য “ওয়ান ওয়ে” করার ভাবনাও নিয়েছে কলকাতা পুলিশ। এর ফলে জওহরলাল নেহরু রোড দিয়ে পার্ক স্ট্রিটে ঢুকে বেরতে হবে রাসেল স্ট্রিট, শেক্সপিয়র সরণি দিয়ে। নিরাপত্তা ও নজরদারির জন‌্য তৈরি করা হচ্ছে পাঁচটি ওয়াচ টাওয়ার। থাকবে ন’টি পুলিশ অ‌্যাসিস্ট‌্যান্ট বুথ (Assistant Booth)।

পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণি অঞ্চলের রেস্তরাঁ ও পানশালা গুলির উপর রাখা হবে বাড়তি নজর। শ্লীলতাহানি ও ইভটিজিংয়ের মতো ঘটনা এড়াতে সাদা পোশাকের পুলিশ ও মহিলা পুলিশ মোতায়েন করা হবে। মদ‌্যপ অবস্থায় কেউ যাতে গাড়ি না চালান, সেদিকে নজর রাখা হবে। পুরো দক্ষিণ, মধ‌্য কলকাতা ও বাইপাস লাগোয়া অঞ্জল জুড়ে কুইক রেসপন্স টিম (Quick Response Team), পিসিআর ভ‌্যান (PCR Van), হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড ও বাইক টহল দেবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। ২৪ ও ২৫ ডিসেম্বর সরকারি ও বেসরকারি বাস পরিষেবা গভীর রাত অবধি চলবে বলে জানা গেছে।

 

 

spot_img

Related articles

অনুমোদন মন্ত্রিসভায়! দিঘার জগন্নাথ মন্দিরের আদলে রাজ্যে তৈরি হবে ‘দুর্গাঙ্গন’ 

রাজ্যে তৈরি হতে চলেছে ‘দুর্গাঙ্গন’। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হবে এই বিশেষ সাংস্কৃতিক কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

ফের বিজেপিশাসিত ওড়িশায় গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরাল কিশোরী!

চলতি মাসে ওড়িশায় (Odisha) গায়ে আগুন লাগানোর ঘটনা মোট চার। যার মধ্যে ৩ জনেরই মৃত্যু হয়েছে। সোমবার ওডিশার...

মর্মান্তিক! রেললাইনে উদ্ধার এক শিশুসহ ৩ মহিলার মৃতদেহ

সোমবার ভোরে পুরুলিয়ার (Puruliya) সুইসা স্টেশনের কাছে রেললাইনের উপর থেকে তিন মহিলার দেহ উদ্ধার করল রেল পুলিশ। মৃতরা...

কমিশনের অভিযোগের তদন্ত শুরু রাজ্যের, নির্বাচনের কাজ থেকে অব্যাহতি ২ আধিকারিককে: জানালেন পন্থ

ভোটার তালিকায় গরমিলের অভিযোগে চার আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। আপাতত...