Thursday, December 18, 2025

রামের মিছিলে বামের ঝাণ্ডা, রাখঢাক সরিয়ে হুগলিতে হাতে হাত সিপিএম-বিজেপির!

Date:

Share post:

মুখে আদর্শগত বিরোধিতা, প্রকাশ্যে একে অপরকে তোপ দাগলেও আসলে তৃণমূল(TMC) বিরোধিতায় জোট বেধেছে বাম-বিজেপি(CPIM-BJP)। সেই ছবি আরও একবার প্রকাশ্যে এল হুগলি(Hoogly) জেলায়। মুখে ‘নরেন্দ্র মোদি জিন্দাবাদ’ হাতে লাল ঝাণ্ডা নিয়ে বিজেপির মিছিলে পা মেলালো সিপিএম(CPIM)। শুক্রবার ঘটনাটি ঘটেছে হুগলির দাদপুর থানা এলাকার পাঁজিপুকুরের হারিট গ্রাম পঞ্চায়েতে। এই ছবি প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয়ে গেল তৃণমূল নেত্রী যে ‘জগাই-মাধাই-গদাই(বিজেপি-সিপিএম-কংগ্রেস)’ জোটের কথা বলতেন তা জ্বলন্ত বাস্তব। এই মিছিলে যে সিপিএম যোগ দিয়েছিল সে কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় বিজেপি(BJP) নেতৃত্ব।

জানা গিয়েছে, আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদ জানিয়ে মিছিল করে হারিট পঞ্চায়েত অফিসে স্মারকলিপি জমা দিতে যাচ্ছিল বিজেপি। সেই মিছিলে তৃণমূল বিরোধী স্লোগানের পাশাপাশি চলছিল নরেন্দ্র মোদির জয়ধ্বনি। অভিযোগ তোলা হয় আবাস যোজনা প্রকল্পে স্বজন পোষণ করা হয়েছে শাসক শিবিরের তরফে। বিজেপির এই মিছিলেই দেখা যায় সিপিএমের পতাকা হাতে নিয়ে বাম কর্মী-সমর্থকদের। এপ্রসঙ্গে বিজেপির দাবি, আমাদের আন্দোলন যে সাধারণ মানুষকে ছুঁয়েছে এটা তারই প্রমাণ। তিনি আরও বলেন, সিপিএমের যে সমস্ত নেতারা আছে তাঁদের দেখা পাওয়া যায় না। তাই এঁরা আমাদের ডেপুটেশনে স্বতঃপ্রণোদিত ভাবে যোগ দিতে এসেছেন। অবশ্য রাম-বাম জোট তত্ত্ব একেবারেই মানতে রাজি নয় স্থানীয় সিপিএম নেতৃত্ব। সিপিএমের হুগলি জেলার সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, “সিপিএমের কোনও কর্মী ছিলেন না। ওটা বিজেপির কর্মসূচি ছিল। সেখানেই রাস্তার পাশে আমাদের কিছু পতাকা লাগানো ছিল। সেই ঝান্ডাগুলো নিজেরাই তুলে এনে সিপিএম যোগ দিয়েছে বলে দাবি করেছে বিজেপি। আমাদের কি মাথাখারাপ! ওখানে আমাদের গণ সংগঠনের লোকও ছিলেন না। কোথাকার কে বিজেপি রাস্তা থেকে আমাদের পতাকা তুলে নাটক করছে।”

উল্লেখ্য, রাজ্যের একাধিক জায়গায় ইতিমধ্যেই রাম-বাম জোটের ছবি প্রকাশ্যে উঠে এসেছে। বিভিন্ন সমবায় ভোটে সিপিএম বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। যা নিয়ে চিন্তিত আলিমুদ্দিনও। দলীয় পর্যায়ে বিজেপির হাত ধরার কড়া নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করায় কয়েকটি জায়গায় সিপিএম বহিষ্কার করেছে কয়েক জনকে। কিন্তু বিজেপির হাত ধরার প্রবণতা যে বন্ধ করা যায়নি, হুগলির ঘটনা তারই হাতেগরম প্রমাণ।

spot_img

Related articles

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...

২৯ ডিসেম্বরেই দুর্গাঙ্গনের শিলান্যাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

২৯ ডিসেম্বর শিলান্যাস হবে দুর্গাঙ্গনের (Durgangan)। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প কনক্লেভে মঞ্চ থেকেই শিলান্যাস অনুষ্ঠানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

মেদিনীপুর-বর্ধমান ম্যাচ ড্র, জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য হাওড়া-হুগলির

বেঙ্গল সুপার লিগের(Bengal Super League) ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল এফসি মেদিনীপুর এবং বর্ধমান ব্লাস্টার্স। দুই দলই জয়েই ফিরতে...