Monday, May 12, 2025

বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু মামলায় শুক্রবার সিআইডির ডিআইজিকে ঘটনাটির তদন্ত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। হাইকোর্ট জানিয়েছে, লালনের স্ত্রী গুরুতর অভিযোগ এনেছেন। অথচ তাঁর বয়ানই রেকর্ড করা হয়নি। তিনি মানসিকভাবে বিপর্যস্ত বলছেন। অথচ প্রতিদিন আদালতে আসছেন। আদালতের প্রশ্ন, লালনের স্ত্রী সিবিআই অফিসারদের ফোন নম্বর পেলেন কীভাবে? এর তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করে আদালত। একইসঙ্গে আদালতের বক্তব্য, তদন্ত যেভাবে চলছে, তা আরও ভালোভাবে হওয়া উচিত।

আগের রায়ে হাইকোর্ট জানিয়েছিল, লালনের মৃত্যুর ঘটনার তদন্ত সিআইডি চালিয়ে যেতে পারবে। বয়ান নেওয়ার সময় ভিডিওগ্রাফি করতে হবে। তবে আদালতের অনুমতি ছাড়া গোরু এবং কয়লা পাচার মামলায় তদন্তকারী সিবিআইয়ের অফিসারদের বিরুদ্ধে কোনও ‘কড়া পদক্ষেপ’ করা যাবে না।

শুক্রবার এই মামলায় হলফনামা জমা দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় সংস্থার দাবি, যে ভাবে রাজ্যের দায়িত্বে ময়নাতদন্ত করা হয়েছে, তা খতিয়ে দেখা উচিত। রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে মৃত্যু হয় লালন শেখের। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। আদালতের নির্দেশে বর্তমানে ম্যাজিস্ট্রেটের নজরদারিতে লালন শেখের মৃত্যু নিয়ে তদন্ত চলছে। সিবিআই-এর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন লালনের স্ত্রী।

Related articles

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...

ট্র্যাফিক জরিমানা আদায়ে চালু হচ্ছে সংযোগ পোর্টাল

ট্র্যাফিক জরিমানা আর নগদে নয়। এবার থেকে ডিজিটালি জরিমানা করতে হবে। সেজন্য আগামী ১ জুন থেকে রাজ্যে চালু...

অসমের পঞ্চায়েত নির্বাচনে ৫টি আসনে জয় তৃণমূলের, অভিনন্দন অভিষেকের

অসমের পঞ্চায়েত নির্বাচনে সাফল্য তৃণমূল কংগ্রেসের। বিজেপি শাসিত অসমে শক্তি বাড়াচ্ছে ঘাসফুল শিবির। অসমে ৫টি পঞ্চায়েত আসনে জয়ী...
Exit mobile version