Thursday, August 28, 2025

আইপিএল-এর ইতিহাস, ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় কারেনকে কিনে নিল পাঞ্জাব, স্টোকসকে নিল চেন্নাই

Date:

আজ কোচিতে বসেছে আইপিএল-এর মিনি নিলাম। সেই নিলামে নজির গড়লেন স‍্যাম কারেন। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি দামি ক্রিকেটার হলেন তিনি। ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় কারেনকে কিনে নিল পাঞ্জাব কিংস। এর আগে আইপিএলের নিলামের ইতিহাসে সবথেকে বেশি দাম পাওয়ার নজির ছিল দক্ষিণ আফ্রিকান ক্রিস মরিসের। রাজস্থান রয়্যালস তাঁকে কিনে নিয়েছিল ১৬.২৫ কোটি টাকায়।

এদিকে এদিন আইপিএল-এর ইতিহাসে সর্বকালের সবথেকে দামি অস্ট্রেলিয়ান ক্রিকেটার হলেন ক্যামেরুন গ্রিন। তরুণ অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। এদিকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় বেন স্টোকসকে নিল চেন্নাই সুপার কিংস।

এদিন আইপিএল ২০২৩-এর জন্য নিলাম শুরু হয়েছিল কেন উইলিয়ামসনকে দিয়ে। গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স তাঁকে তাঁর বেস প্রাইস ২ কোটি টাকায় তুলে নেয়। অন‍্যদিকে ৮.২৫ কোটি টাকায় মায়াঙ্ক আগরওয়ালকে কেনে  সানরাইজার্স হায়দরাবাদ। ৫০ লক্ষ টাকায় অজিঙ্কে রাহানেকে তুলে নেয় চেন্নাই সুপার কিংস। ১৩ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে হ‍্যারি ব্রুককে কিনল সানরাইজার্স হায়দরাবাদ। ৫ কোটি ৭৫ লক্ষ টাকায় জেসন হোল্ডারকে তুলে রাজস্থান রয়‍্যালস। ১৬ কোটি টাকায় নিকোলাস পুরানকে নেয় লখনউ সুপার জায়েন্টস। ৫০ লক্ষ টাকায় জয়দেব উনাদকাটকে নেয় লখনউ। বেঙ্গালুরু তুলে নেয় বাঁহাতি পেসার রিচি টপলেকে। ইশান্ত শর্মাকে কিনে নিল দিল্লি ক‍্যাপিটলস। তিনি বিক্রি হলেন ৫০ লক্ষ টাকায়। ৯০ লক্ষ টাকায় উইকেটরক্ষক জগদীশনকে নিল কলকাতা নাইট রাইডার্স। ৫ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে মুকেশ কুমারকে কিনে নিল দিল্লি। ৬ কোটি টাকায় শিভম মাভিকে তুলে নিল গুজরাত। প্রথমে অবিক্রিত থাকলেও লিটন দাসকে তুলে নেয় কেকেআর।

এদিকে আইপিএল-এর মিনি নিলামে শুরুতেই অবিক্রিত রয়ে গেলেন জো রুট, শাকিব আল হাসান, অ্যাডাম জাম্পারা।

 

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version