আজ ছিল আইপিএল-এর মিনি নিলাম, কেকেআর-এ শাকিব ও লিটন

৫০ লক্ষ টাকার বেস প্রাইসেই তাঁকে দলে নিল দু’বারের আইপিএল জয়ীরা। অবিক্রিত থাকা বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানকেও ফিরিয়ে নিল কেকেআর।

আজ ছিল আইপিএল-এর মিনি নিলাম। ২০২৩ আইপিএল-এর জন‍্য দল গুছিয়ে নিল প্রত‍্যেকটি ফ্রাঞ্চাইজি দল। একনজরে দেখে নেওয়া যাক কাকে কাকে নিল কলকাতা নাইট রাইডার্স।

হাতে মাত্র সাত কোটির সামান্য কিছু অর্থ থাকলেও তা দিয়ে দলের ফাঁকফোকর ভরানোর আপ্রাণ চেষ্টা করল কলকাতা নাইট রাইডার্স। দলে একজন ওপেনার দরকার ছিল। নিলামে শেষ বেলায় বাংলাদেশের লিটন দাসকে তুলে চমক দিল কেকেআর। ৫০ লক্ষ টাকার বেস প্রাইসেই তাঁকে দলে নিল দু’বারের আইপিএল জয়ীরা। অবিক্রিত থাকা বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানকেও ফিরিয়ে নিল কেকেআর। দেড় কোটি টাকায় শাকিবকে নিল নাইটরা।

এবারের বিজয় হাজারে ট্রফিতে টানা পাঁচ ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়া তামিলনাড়ুর উইকেটকিপার-ব্যাটসম্যান নারায়ণ জগদীশনকে নিলাম থেকে ৯০ লক্ষ টাকায় তুলে নিয়েছে কেকেআর। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার হয়ে খেলা পেসার-অলরাউন্ডার ডেভিড ওয়াইসকে দলে নিল নাইটরা। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে সফল দুই ভারতীয় পেসার কুলবন্ত খেজরোলিয়া এবং বৈভব অরোরাকে অল্প টাকাতেই দলে নিয়েছে নাইট ম্যানেজমেন্ট। এছাড়াও ১৯ বছরের তরুণ অলরাউন্ডার সুয়াশ শর্মাকে নিয়েছে তারা।

এদিকে বাংলা থেকে আজকের নিলামে ভাগ‍্য খুলল মুকেশ কুমারের। ২০২২ সালটা ভুলতে পারবেন না বাংলার মুকেশ কুমার। এই বছরই ভারতীয় দলে প্রথম ডাক পান। আর এবারই বাংলার পেসারকে নিয়ে নিলাম টেবলে জোর লড়াই চলল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে। শেষ পর্যন্ত মুকেশকে কিনে নিল দিল্লি। তাঁর দাম উঠল ৫ কোটি ৫০ লক্ষ টাকা। মুকেশ অবাক নিলামে বিরাট দাম পেয়ে।

এদিন ফোনে মুকেশ বলেন, ‘‘অসাধারণ অনুভূতি হচ্ছে। নিজের পরিশ্রমের ফল পাচ্ছি। প্রচুর  অভিনন্দন, শুভেচ্ছাবার্তা পাচ্ছি, ব্যস্ততাও রয়েছে। খুব ভাল লাগছে। চেষ্টা করব আইপিএলেও নিজের সেরাটা দিতে।’’ মুকেশ দল পেলেও অভিমন্যু ঈশ্বরণরা দল পেলেন না।

আরও পড়ুন:প্রথম ইনিংসে এগিয়ে ভারত, শতরান হাতছাড়া ঋষভ এবং শ্রেয়সের

 

Previous articleপ্রথম ইনিংসে এগিয়ে ভারত, শতরান হাতছাড়া ঋষভ এবং শ্রেয়সের
Next articleএকদিনে চিনে আক্রান্ত ৩ কোটি ৭০ লক্ষ, ‘লাল সীমা’ অতিক্রম না করতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি