শুক্রবারই কোচিতে হয়ে গেল আইপিএল-এর মিনি নিলাম। ২০২৩ আইপিএল-এ জন্য ঘর গুছিয়ে নিল দশটি ফ্রাঞ্চাইজি দল। আইপিএল-এ সর্বাধিক রেকর্ড অর্থে স্যাম কারেনকে তুলে নেয় পাঞ্জাব কিংস। ওপর দিকে বেন স্টোকসকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় তুলে নেয় চেন্নাই সুপার কিং। আর স্টোকস চেন্নাই আসতেই খুশি সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিলামের পর এমনটাই জানান চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন।

নিলাম শেষে বিশ্বনাথন জানিয়েছেন, “আমরা খুবই উৎসাহিত স্টোকসকে পেয়ে। এবং আমরা ভাগ্যবান তিনি সিএসকে দলের অংশ। আমরা একজন অলরাউন্ডার চেয়েছিলাম এবং ধোনি খুবই আনন্দিত যে আমরা স্টোকসকে আমাদের দলে পেয়েছি।”


স্টোকসকে দলে পেয়ে চেন্নাই সুপার কিংস যে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না। ধোনি ছাড়াও দলে আরও একজন অভিজ্ঞ অধিনায়ক যুক্ত হল চেন্নাই দলে।

প্রসঙ্গত শেষ কিছু নিলামে চেন্নাইয়ের খেলোয়াড় নির্বাচন করা নিয়ে হয়েছে বেশ সমালোচনা। বয়স্ক খেলোয়াড়দের নিয়ে দলকে ডোবাচ্ছে সিএসকে ম্যানেজমেন্ট, এমনটাই অভিযোগ ছিল চেন্নাইয়ের সমর্থকদের মধ্যে। এবার তাই বিশ্বে শ্রেষ্ঠ খেলোয়াড়দের নেওয়ার জন্য ঝাঁপায় সিএসকে।

