Sunday, August 24, 2025

বড়দিনে তুষার ঝড়ের দাপটে বিপর্যস্ত আমেরিকা। দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে তুষার ঝড়। তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। প্রবল তুষার ঝড়ের পাশাপাশি চলছে হালকা বৃষ্টিও। তুষার ঝড়ের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে বহু এলাকা। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। নিউ ইয়র্ক, বুফালো, পেনসিলভ্যানিয়া, নর্থ ক্যারোলিনা ও কেন্টাগির এলাকা সব থেকে বেশি খারাপ পরিস্থিতি।

মার্কিন আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় হ্যারিকেনের গতিতে আছড়ে পড়ে তুষারঝড় ‘বম্ব সাইক্লোন’। এর জেরে ভেঙে পড়ে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি। তুষার ঝড়ের মধ্যে গাড়ি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় কয়েকজনের। সাইক্লোনে বেশ কিছু বাড়িরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বুফালোর নিয়াগারা আন্তর্জাতিক বিমানবন্দর দুর্যোগের কারণে বন্ধ করা হয়েছে। সোমবার পর্যন্ত এখানে কোনও বিমান ওঠা-নামা করবে না বলে জানিয়েছে প্রশাসন।
তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। পারদ ঘোরা ফেরা করছে, মাইনাস ১১ থেকে মাইনাস ৩১ ডিগ্রির মধ্যে। প্রবল বরফপাতের পাশাপাশি চলছে হালকা বৃষ্টিও। মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে, এখানে ঘূর্ণিঝড় হ্যারিকেনের গতিতে আছড়ে পড়ে তুষারঝড় ‘বম্ব সাইক্লোন’। এর জেরে ভেঙে পড়ে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি। তুষার ঝড়ের মধ্যে গাড়ি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় কয়েকজনের। শুধু তাই নয়, বম্ব সাইক্লোন ক্ষতি করেছে বেশ কিছু বাড়িরও।

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...
Exit mobile version