Covid Update : লাফিয়ে বাড়ছে সংক্রমণ, চিনের কোভিড উদ্বেগের প্রভাব ভারতে

২২৭ জন নতুন করে সংক্রমিত হওয়ায় সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা ৩ হাজার ৪২৪। এই পরিসংখ্যান তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Central Health Ministry)।

কোভিড (Covid) গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী। চিনের সংকটজনক অবস্থা প্রকাশ্যে আসার পর থেকে এবার আরও বেশি সাবধানী জিনপিং সরকার। কোভিড সংক্রান্ত আপডেট (Covid 19 Update) দেওয়া এবার সরকারিভাবে বন্ধ করা হলো সে দেশে। পাশাপাশি চিন্তা বাড়ছে ভারতীয়দের নিয়েও। ২২৭ জন নতুন করে সংক্রমিত হওয়ায় সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা ৩ হাজার ৪২৪। এই পরিসংখ্যান তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Central Health Ministry)।

চিনে বাড়ছে কোভিডের দাপট, পরিস্থিতি খতিয়ে দেখে রবিবার থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হলো সেদেশে। চিনের ন্যাশনাল হেলথ কমিশন কোভিড ডেটা প্রকাশ বন্ধ করল। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন গোপন করা হচ্ছে কোভিড ১৯ সংক্রমণের তথ্য। পাশাপাশি ভারতে দেশে কোভিড গ্রাফের ওঠানামা অব্যাহত। গত ২৪ ঘণ্টায় দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০১ জন। গত একদিনে দেশে ৯ জনের মৃ*ত্যু হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্র সূত্রে খবর। এই মুহূর্তে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৬ হাজার ৬৭৮।এখনও পর্যন্ত সারা দেশে এই ‪সংক্রমণের ফলে মোট ৫ লক্ষ ৩০ হাজার ৬৯০ জন মারা গেছেন।