Sunday, November 9, 2025

ভোলেননি ঋণ! ১১ বছর পর ‘ভগবান চিকিৎসকের’ অস্ত্রোপচারের টাকা ফেরাতে মরিয়া দিনমজুর রাম  

Date:

এক দশক আগে বিনামূল্যে কঠিন অস্ত্রোপচার (Operation) করেছিলেন ‘ভগবান চিকিৎসক’। সেই সময় পয়সা না থাকায় এক নয়া পয়সাও দিতে পারেননি রাম সহায় (Ram Sahay)। তবে গরীব হলেও তাঁর সততায় মুগ্ধ দেশবাসী। দীর্ঘ ১১ বছর পর চিকিৎসকের (Doctor) ঋণ শোধ করতে মরিয়া তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) রাম সহায় ও চিকিৎসকের একটি ভিডিও ভাইরাল। যা দেখে উত্তরাখণ্ডের (Uttarakhand) বাসিন্দা পেশায় দিনমজুরের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

রাম সহায় এবং চিকিৎসক ভগবন্ত সিংয়ের কাহিনীর সূত্রপাত এক দশক আগে। পাঞ্জাবের (Punjab) পাতিয়ালার আকাল হাসপাতালের চিকিৎসক ভগবন্ত সিং। অন্যদিকে উত্তরাখণ্ডের হরিদ্বারের বাসিন্দা রাম সহায়। জানা গিয়েছে, ১১ বছর আগে অ্যাপেনডিক্সের সমস্যা দেখা দেয়। শুরু হয় অসম্ভব যন্ত্রণা। এরপরই চিকিৎসকরা তাঁকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। কিন্তু দিনমজুর গরিব রাম সহায়ের কাছে সেইসময় অস্ত্রোপচারের টাকা ছিল না। আর সেই সময় ভগবান রূপে অবতীর্ণ হন চিকিৎসক ভগবন্ত সিং। বিনামূল্যে তাঁর অস্ত্রোপচার করেন। তিনি বলেন, এখন টাকা লাগবে না, পরে দিও। এরপর কেটে গিয়েছে ১১ বছর। চিকিৎসক ভুলে গিয়েছিলেন ধারের কথা। কিন্তু যাঁর উপকার করেছিলেন, সেই রাম সহায় চিকিৎসককে ভোলেননি। একটু একটু করে টাকা জমিয়ে সম্প্রতি হরিদ্বার থেকে পাতিয়ালায় হাজির হন তিনি। আকাল হাসাপাতালে এসে ধার শোধ করবেন বলে চিকিৎসকের খোঁজ করেন। যদিও চিকিৎসক সেই সময় পাতিয়ালায় (Patiala) ছিলেন না। সেকারণে রাম সহায় দু’দিন সেখানে অপেক্ষাও করেন।

শেষ পর্যন্ত ভগবন্ত সিংয়ের সঙ্গে দেখা হয় রাম সহায়ের। আর একজন গরীব দিনমজুরের সততায় মুগ্ধ চিকিৎসক। তিনি বলেন, ঘটনার কথা ভুলে গিয়েছিলাম। যখন দেখার করার কথা বলে রাম সহায়। বুঝতে পারছিলাম কেন দেখা করতে চায়। সব জেনে মুগ্ধ হই। যদিও রাম সহায়ের থেকে টাকা নিতে অস্বীকার করেছে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ।

 

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version