Monday, August 25, 2025

ভোলেননি ঋণ! ১১ বছর পর ‘ভগবান চিকিৎসকের’ অস্ত্রোপচারের টাকা ফেরাতে মরিয়া দিনমজুর রাম  

Date:

এক দশক আগে বিনামূল্যে কঠিন অস্ত্রোপচার (Operation) করেছিলেন ‘ভগবান চিকিৎসক’। সেই সময় পয়সা না থাকায় এক নয়া পয়সাও দিতে পারেননি রাম সহায় (Ram Sahay)। তবে গরীব হলেও তাঁর সততায় মুগ্ধ দেশবাসী। দীর্ঘ ১১ বছর পর চিকিৎসকের (Doctor) ঋণ শোধ করতে মরিয়া তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) রাম সহায় ও চিকিৎসকের একটি ভিডিও ভাইরাল। যা দেখে উত্তরাখণ্ডের (Uttarakhand) বাসিন্দা পেশায় দিনমজুরের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

রাম সহায় এবং চিকিৎসক ভগবন্ত সিংয়ের কাহিনীর সূত্রপাত এক দশক আগে। পাঞ্জাবের (Punjab) পাতিয়ালার আকাল হাসপাতালের চিকিৎসক ভগবন্ত সিং। অন্যদিকে উত্তরাখণ্ডের হরিদ্বারের বাসিন্দা রাম সহায়। জানা গিয়েছে, ১১ বছর আগে অ্যাপেনডিক্সের সমস্যা দেখা দেয়। শুরু হয় অসম্ভব যন্ত্রণা। এরপরই চিকিৎসকরা তাঁকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। কিন্তু দিনমজুর গরিব রাম সহায়ের কাছে সেইসময় অস্ত্রোপচারের টাকা ছিল না। আর সেই সময় ভগবান রূপে অবতীর্ণ হন চিকিৎসক ভগবন্ত সিং। বিনামূল্যে তাঁর অস্ত্রোপচার করেন। তিনি বলেন, এখন টাকা লাগবে না, পরে দিও। এরপর কেটে গিয়েছে ১১ বছর। চিকিৎসক ভুলে গিয়েছিলেন ধারের কথা। কিন্তু যাঁর উপকার করেছিলেন, সেই রাম সহায় চিকিৎসককে ভোলেননি। একটু একটু করে টাকা জমিয়ে সম্প্রতি হরিদ্বার থেকে পাতিয়ালায় হাজির হন তিনি। আকাল হাসাপাতালে এসে ধার শোধ করবেন বলে চিকিৎসকের খোঁজ করেন। যদিও চিকিৎসক সেই সময় পাতিয়ালায় (Patiala) ছিলেন না। সেকারণে রাম সহায় দু’দিন সেখানে অপেক্ষাও করেন।

শেষ পর্যন্ত ভগবন্ত সিংয়ের সঙ্গে দেখা হয় রাম সহায়ের। আর একজন গরীব দিনমজুরের সততায় মুগ্ধ চিকিৎসক। তিনি বলেন, ঘটনার কথা ভুলে গিয়েছিলাম। যখন দেখার করার কথা বলে রাম সহায়। বুঝতে পারছিলাম কেন দেখা করতে চায়। সব জেনে মুগ্ধ হই। যদিও রাম সহায়ের থেকে টাকা নিতে অস্বীকার করেছে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ।

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version