Wednesday, August 27, 2025

পঞ্চায়েত ভোটের আগে বিজেপি (BJP) নেতাদের উস্কানিমূলক মন্তব্যের বিরাম নেই। এবার বেলাগাম বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পঞ্চায়েতে দুর্নীতি হলে অভিযুক্তদের গাছে বেঁধে মারের নিদান দিলেন দিলীপ। বললেন, “পঞ্চায়েতের লোকেদের নিম, খেঁজুর গাছে বেঁধে হিসাব চাইবেন। কলার ধরবেন।”

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির অভিযোগ, গতবার পঞ্চায়েত ভোটে জোর করে তাঁদের দলের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে তাই আইন হাতে তুলে দেওয়ার বার্তা দিচ্ছেন দিলীপ। তাঁর নিদান, “এই পঞ্চায়েতের লোকেদের নিম, খেঁজুর গাছে বেঁধে হিসাব চাইবেন। কলার ধরবেন। আপনার টাকা চুরি করে বাড়ি, গাড়ি, বউয়ের গয়না কিনেছে, ছেলেকে বাইরে পড়াচ্ছে। পাই পয়সা পঞ্চায়েতের কাছ থেকে বুঝে নেবেন। নির্বাচন আসছে। বাড়িতে গলায় গামছা বেঁধে ধরবেন।”

এভাবে উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর চেষ্টার তীব্র বিরোধিতা করেছে সেটা হচ্ছে শাসকদল। তৃণমূল (TMC) সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) তীব্র কটাক্ষ করে বলেন,”ডাস্টবিন থেকে কি গোলাপের গন্ধ বেরোয়? দিলীপের মুখ থেকে এ সব কথাই বেরোবে। জনবিচ্ছিন্ন হয়েছে ওঁর দল। সন্ত্রাসকে হাতিয়ার করে বাঁচতে চাইছে, তার প্রমাণ তো আগেই পেয়েছি। ১৩ সেপ্টেম্বর কলকাতার রাজপথে রাজনৈতিক সন্ত্রাস করেছে। ওরা বুঝতে পারছে, মানুষের থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সন্ত্রাসকে হাতিয়ার করে বাঁচতে চাইছে। এটা গুজরাত নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তি ও উন্নয়নের বাংলা।”

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version