Tuesday, August 26, 2025

দিনহাটা তৃণমূলের শক্ত ঘাঁটি বলে বিএসএফের অত্যাচার আরও বেশি: তীব্র আক্রমণ উদয়নের

Date:

“বিজেপি শাসিত রাজ্যগুলি থেকেই বিএসএফ জওয়ানদের এ রাজ্যে নিয়োগ করা হয়। দিনহাটা (Dinhata) সিতাই যেহেতু তৃণমূলে (TMC) শক্ত ঘাঁটি তাই এই এলাকায় BSF-এর অত্যাচার আরও বেশি।” বিএসএফের গুলিতে নিহত যুবকের বাড়িতে গিয়ে এই অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। রবিবার, বিএসএফের গুলিতে নিহত যুবকের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে বাড়িতে যান জেলা তৃণমূল নেতৃত্ব। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) নেতৃত্বে চার সদস্যের একটি দল মৃত প্রেম বর্মণের বাড়িতে যায়। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। ঘটনাস্থলও পরিদর্শন করে প্রতিনিধি দল।

শনিবার দিনহাটা মহকুমার সীমান্তবর্তী এলাকা গিতালদহ- ২ গ্রাম পঞ্চায়েতের ভারবান্ধা গ্রামে বিএসএফের গুলিতে মৃত্যু হয় ভাড়বান্দা গ্রামের যুবক প্রেম বর্মণের। ঘটনায় মৃতর কাকা শিনিল বর্মণ বিএসএফের বিরুদ্ধে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন স্থানীয় তৃণমূল নেতৃত্বকে ওই পরিবারের পাশে থাকার নির্দেশ দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।

মন্ত্রী উদয়ন গুহ বলেন, “সীমান্ত এলাকায় বিএসএফের অত্যাচারের বিরুদ্ধে বারবার সরব হয়েছি। বিজেপির বিধায়করা আমাদের বিরোধিতা করেছেন। তাদের হিম্মত থাকলে এই পরিবারের সঙ্গে দেখা করে বলুক বিএসএফ সঠিক কাজ করেছে।” তৃণমূল নেতৃত্বকে সামনে পেয়ে বিএসএফের বিরুদ্ধে অভিযোগ জানান বর্মণ পরিবার।

 

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version