Wednesday, November 12, 2025

অনুব্রত মামলায় ইডিকে সার্টিফায়েড কপি দিতে সম্মতি দুবরাজপুর আদালতের

Date:

এক মামলার ভিত্তিতে দিল্লি যাত্রা আটকে গিয়েছে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal)। এই ঘটনার প্রেক্ষিতেই অনুব্রতর বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা করেছেন শিবঠাকুর মণ্ডল, কী কী ধারায় মামলা করেছেন তিনি। সেই তথ্য জানতে দুবরাজপুর আদালতের কাছে মামলার সার্টিফায়েড কপি চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। সোমবার ইডির সেই আবেদনে সাড়া দিল আদালত(Court)। সরকার পক্ষের আইজীবীর আবেদন উড়িয়ে মামলার সার্টিফায়েড কপি ইডিকে দিতে রাজি হয়েছে কোর্ট।

শিবঠাকুর মণ্ডলের দায়ের মামলার প্রেক্ষিতে অনুব্রতকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে দুবরাজপুর পুলিশ। এই মামলার বিস্তারিত তথ্য-সহ মামলার সার্টিফায়েড কপি চেয়েছিল ইডি। এই আরজি জানিয়ে গত ২২ ডিসেম্বর আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু এই আরজির বিরোধিতা করেন সরকার পক্ষের আইনজীবী। তাঁর দাবি ছিল, এই মামলায় ইডি তৃতীয়পক্ষ। তাই তাদের মামলার কপি দেওয়া উচিত নয়। পালটা ইডির তরফে জানানো হয়, অনুব্রতর বিরুদ্ধে গরু পাচার, বেআইনি লেনদেন, অবৈধ সম্পত্তির মতো একাধিক মামলা রয়েছে। তার তদন্ত করছে ইডি। রাজ্য পুলিশের গ্রেপ্তারির ফলে সেই তদন্ত থমকে গিয়েছে। তাই মামলার সার্টিফায়েড কপি পেতেই পারে ইডি। এদিন ইডির আইনজীবীর সওয়াল শুনে সায় দেন বিচারক। সার্টিফায়েড কপি তুলে দিতে রাজি হয় আদালত।

উল্লেখ্য, গরু পাচার মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ তুলে অনুব্রতকে গ্রেপ্তার করেছে ইডি। জেরার স্বার্থে তাঁকে দিল্লি নিয়ে যেতে চেয়েছিল তারা। অনুমতিও মিলেছিল আদালতের। কিন্তু দিল্লি নিয়ে যাওয়ার আগেই তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে দুবরাজপুর পুলিশের হাতে গ্রেপ্তার হন অনুব্রত। তাঁকে আসানসোল জেল থেকে দুবরাজপুর থানায় নিয়ে আসা হয়। দুবরাজপুর আদালতের নির্দেশে আপাতত সেখানেই রয়েছেন তিনি। ফলে তার দিল্লিযাত্রা আটকে যায়।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version