Sunday, August 24, 2025

বড়দিনের কার্নিভালে বিজেপি নেতার আমন্ত্রণ, সাড়া দিলেন কুণাল

Date:

বড়দিনের বিশেষ অনুষ্ঠান ছিল মানিকতলার উদয় সোশ্যাল সার্ভিস সেন্টারের। এর প্রধান উদ্যোক্তা এবং নিহত উদয়ের ভাই হলেন বিজেপি নেতা ও দলের পদচ্যুত উত্তর কলকাতা জেলা সভাপতি শিবাজী সিংহরায়। কার্নিভালে আসার জন্য তিনি আমন্ত্রণ করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh)। রবিবার সন্ধেয় নৈহাটি ও কাঁকুড়গাছির কর্মসূচির পর রাতে কুণাল যান শিবাজীবাবুর আমন্ত্রণরক্ষায়। এটি তাঁর বাড়ির কাছেই। তখন ভরপুর গানবাজনা চলছে। কুণালকে স্বাগত জানান শিবাজী ও অন্যরা। তখন সেখানে ছিলেন বিজেপির পুরপিতা ও উত্তর কলকাতা, উত্তর শহরতলীর পর্যবেক্ষক সজল ঘোষ। তিনি তৃণমূলে থাকতে কুণালঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। শিবাজী, কুণাল, সজলকে কিছুক্ষণ আড্ডা মারতে দেখা যায়। সজল বলেন, ‘কুণালদা ফিশ ফ্রাই ভালোবাসে।’ ফলে কুণালকে ফ্রাই খাওয়ান শিবাজী। সজল খান বার্গার। সজল বলেন, কুণালদাকে গান করতে হবে। কুণাল বলেন, গলা ভাঙা। আজ গান নয়। বর্ষীয়ান শিবাজীবাবুর সঙ্গে কুণালের দীর্ঘ যোগাযোগ। কুণাল গেছেন শুনে চলে আসেন স্থানীয় তৃণমূল কর্মীরাও। কুণাল (Kunal Ghosh) বলেন,’ এটি অরাজনৈতিক মঞ্চ। পার্টি যার যার, উৎসব সবার। আর শিবাজীদা যদি বিজেপি নেতা হয়েও আমাকে আমন্ত্রণের সৌজন্য দেখাতে পারে, তাহলে পাল্টা সৌজন্য দেখানোর মানসিকতা আমরাও রাখি।” সজল বলেন,” শিবাজীদার আমন্ত্রণে এসেছি। গৃহকর্তা কাকে কাকে আমন্ত্রণ করবেন, সেটা তাঁর বিষয়। কুণালদা এসেছিলেন, দেখা হয়েছে।” শিবাজী বলেন,” কুণাল তো এলাকার ছেলে। কতদিনের সম্পর্ক। একটু বড় করে বড়দিনের অনুষ্ঠান করলাম, তাই ওকে আমন্ত্রণ করেছিলাম।”

আরও পড়ুন-উৎসবের মরশুমে কোভিড রুখতে মাস্ক পরার বিধিনিষেধ চালু হিমাচল প্রদেশে

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version